English

36 C
Dhaka
শনিবার, মার্চ ২৯, ২০২৫
- Advertisement -

নেহার কান্না দেখে শ্রোতারা বললেন- নাটক কম করুন

- Advertisements -

নাসিম রুমি: ২৪ মার্চ অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে ছিল বলিউড গায়িকা নেহা কক্করের শো। কিন্তু তিনি মঞ্চে উঠতে দেরি করে ফেলেন প্রায় তিন ঘণ্টা। এতে দর্শক আসনে নেহা কক্করের জন্য অপেক্ষাও বাড়ে। যত সময় আগায়, দর্শকদের ধৈর্যের বাঁধ ভাঙে। দিও মঞ্চে উঠে সকলের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন নেহা।

কিন্তু এতে আবেগ ধরে রাখতে পারেননি নেহা। শুরু করে দেন অঝোর কান্না, আর তাতেই ক্ষেপে যান দর্শকেরা।

সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, নেহা গাইতে উঠে প্রথমে ক্ষমা চেয়ে বলেন, ‘আপনারা সত্যিই ভাল। অনেকক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমার খুব খারাপ লাগছে, আমি জীবনে কখনও কাউকে এতটা অপেক্ষা করাইনি। আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন। আমি খুবই দুঃখিত।’

নেহার এমন কথাই যেন হিতের বিপরীত হয়ে যায়। দর্শক আসন থেকে উঠে আসে একের পর এক মন্তব্য। ওই ভিডিওর মাঝে দর্শক-শ্রোতাদের উত্তেজিত কণ্ঠে শোনা যায়, ‘খুব ভালো অভিনয় হচ্ছে। নাটক কম করুন।’ একজন তো বলেই ফেলেন, ‘তার হোটেলে ফিরে গিয়ে বিশ্রাম নেওয়া উচিৎ। এটা ভারত নয়, অস্ট্রেলিয়া।’

একথা কানেও যায় গায়িকার। আর তাতেই জোরে জোরে কাঁদতে শুরু করেন। এর মাত্র ঘণ্টাখানেক গান গেয়েই মঞ্চ ছাড়েন তিনি।

এদিকে সেই ভিডিওটি এক নেটিজেন প্রকাশ করে লিখেছেন, ‘নেহা কক্কর কি এভাবেই অভিনয় করে থাকেন?’ সেখানেও নেটিজেনদের বিরূপ মন্তব্য দেখা যায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন