ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের নায়িকা শবনম বুবলী। দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে রাতারাতি পেয়েছেন তারকা খ্যাতি। এখন তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। এবার ‘লোকাল’ শিরোনামে নতুন সিনেমায় যুক্ত হয়েছেন। সিনেমাটিতে নেতার ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গেছে।
সাইফ চন্দন পরিচালিত সিনেমাটির প্রযোজনায় রয়েছে টাইগার মিডিয়া। বিষয়টি নিশ্চিত করে সাইফ চন্দন বলেন, ‘‘কয়েকদিন আগে ‘লোকাল’র সঙ্গে বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন। আমরা চেষ্টা করছি তার বিপরীতে জনপ্রিয় কোনো নায়ককে চূড়ান্ত করানোর। আশা করছি, দিন দুয়েকের মধ্যে দেশীয় জনপ্রিয় তারকাকে চুক্তিবদ্ধ করতে পারবো।’’
সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘‘একটি মফস্বল এলাকার গল্প এতে দেখা যাবে। যেখানকার স্থানীয় মানুষদের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে। সে জন্যই এর নাম ‘লোকাল’ রাখা হয়েছে। আর সেখানেই কিছু বাধা-বিপত্তি আসে। সেটার জন্য একসময় নেতৃত্বের প্রয়োজন হয়। বুবলী তখন এগিয়ে আসবেন।’’
গত বছরের নভেম্বরে সাইফ চন্দনের ‘কয়লা’ নামে আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হন বুবলী। অ্যাকশন-থ্রিলার গল্পের সিনেমাটিতেও তাকে দেখা যাবে একজন প্রতিবাদী নারীর চরিত্রে। অন্যদিকে, বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে বুবলীর সিনেমা ‘টান’। এছাড়া তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকায় রয়েছে—‘রিভেঞ্জ’, ‘তালাশ’ ও ‘ক্যাসিনো’ প্রভৃতি।