দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের সীমানা ছাড়িয়ে টলিউড ও বলিউডেও কাজ করে প্রশংসা পেয়েছেন তিনি। সম্প্রতি ভিন্নভাবে জামদানি শাড়ি পরে নজর কাড়েন এই অভিনেত্রী। এবার ফের ভাইরাল অভিনেত্রীর কিছু ছবি। নেটিজেনরা অনেকেই তার ছবি শেয়ার করেছেন।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের সীমানা ছাড়িয়ে টলিউড ও বলিউডেও কাজ করে প্রশংসা পেয়েছেন তিনি। সম্প্রতি ভিন্নভাবে জামদানি শাড়ি পরে নজর কাড়েন এই অভিনেত্রী। এবার ফের ভাইরাল অভিনেত্রীর কিছু ছবি। নেটিজেনরা অনেকেই তার ছবি শেয়ার করেছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন কিছু ছবি শেয়ার করেন তিনি। জানিয়েছেন কার প্রেরণায় এই নতুন ফটোশুট। প্রখ্যাত ভারতীয় চিত্রকর রাজা রবি বর্মার শিল্পকর্মের প্রেরণায় এই নতুন ফটোশুটি করেছেন জয়া আহসান।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরিত। সেই আধুনিক শৈলীর সঙ্গে পুরোনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম।
ছবিগুলোকে জয়াকে দেখা গেছে একেবারে ভিন্ন রূপে। তিনি গাঢ় বেগুনী রঙের কাতান শাড়ি পরেছেন। শাড়ির জমিনে সোনালী জরি সুতার সাবেকি ডিজাইন। হলুদ রঙের ব্লাউজে লক্ষ্নৌ ঘরানার ডিজাইন। আর গয়না হিসেবে গোল্ড প্লেটেড সঙ্গে মুক্তার মিশেল রেখেছেন এই গুণী নায়িকা।
ছবিতে দেখা যায় জয়া কানে দুল না পরলেও গয়নার কোনো কমতি নেই। সিঁথিপাটি, টায়রা থেকে শুরু করে নাকে এমনকি হাত পায়েও গয়না পরেছেন তিনি।
বর্তমানে সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন জয়া। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পাচ্ছে জয়া অভিনীত নতুন সিনেমা। আকরাম খান পরিচালিত ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ ডিসেম্বর।
nirapadnews.com
নিরাপদ মিডিয়া এন্ড কমিউনিকেশনস লিমিটেড কর্তৃক প্রকাশিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিবন্ধন নম্বর-১৩। প্রধান সম্পাদক: ইলিয়াস কাঞ্চন নির্বাহী সম্পাদক: মিরাজুল মইন জয়