প্রেম-বিয়েকে কেন্দ্র করে অসংখ্যবার সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী-মডেল রাফিয়াথ রশীদ মিথিলা। গত ২৪ আগস্ট নিজের একটি স্থিরচিত্রকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ফের মিথিলা নেটিজেনদের রোষানলে পড়লেন। সম্প্রতি এই অভিনেত্রী কলকাতার সানন্দা পত্রিকার দুর্গাপূজা সংখ্যার মডেল হয়েছেন।
গতকাল ফেসবুকে সেই শুটের কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। খোঁপার বাঁধন ছাড়া, চোখে কাজল থাকলেও কপালে টিপ নেই। ঠোঁটে-মুখে খেলে যাচ্ছে এক চিলতে হাসি। পরনে লাল রঙের সিফনের শাড়ি। আঁচল আর পাড়ে সোনালি সুতোর ক্লাসি জিওমেট্রিক ডিটেলিং। সব মিলিয়ে লাস্যময়ীরূপে দেখা দেন মিথিলা। কিন্তু তাতে কী! নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়েননি। ছবিগুলো পোস্ট করার ৪০ মিনিটের মধ্যে লাইক পড়ে ২৪ হাজার। যার বেশিরভাগই ‘হা হা হা’ রিঅ্যাক্ট দেওয়া! মন্তব্য পড়ে দেড় হাজারের বেশি। অধিকাংশ মন্তব্যই ‘নোংরা’ ভাষায় করা।
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর গত ৬ ডিসেম্বর কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। বর্তমানে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন এই অভিনেত্রী।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন