English

28 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

নুহাশ হুমায়ূনের সঙ্গে মোশাররফ করিমের ‘ভাগ্য ভালো’

- Advertisements -

বাংলাদেশে ভৌতিক কনটেন্টের ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়। কালেভদ্রে দুয়েকটা কাজ গায়ে কাঁটা দিয়ে যায়। বাকিগুলো মার খায় সংকুচিত বাজেট আর সীমাবদ্ধ কারিগরি জ্ঞানে। বিশ্ব চলচ্চিত্র গোগ্রাসে গেলা প্রজন্মকে ধরে রাখতে নিখুঁত গল্পের গাঁথুনি প্রয়োজন, সেখানেও অপর্যাপ্ততা ছিল চোখে পড়ার মতো।

নিজের জহর দেখাতে এই অবহেলিত ঘরানাকেই বেছে নিয়েছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন। বছর দুয়েক আগে একটি দেশিয় ওটিটি প্ল্যাটফর্মে তার ভৌতিক ঘরানার কাজ ‘পেট কাটা ষ’ ব্যাপক সাড়া ফেলে। ৪ পর্বের সে অ্যান্থলজি সিরিজ ভৌতিক কনটেন্টের প্রায় সব মানদণ্ডেই উতরে যায়।

সে সিরিজের নতুন মৌসুম ‘২ষ’ নিয়ে আসছেন নুহাশ। এবারও যথারীতি চারটি পর্ব থাকছে। এর মধ্যে একটি পর্বের নাম ‘ভাগ্য ভালো’। এই পর্বের গল্পটি ভাইরাল হয়ে যাওয়া এক জ্যোতিষীকে ঘিরে আবর্তিত হয়েছে।

আর এই জ্যোতিষীর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এর মাধ্যমে প্রথমবারের মতো সম্ভাবনাময় নির্মাতা নুহাশের নির্দেশনায় দেখা যাবে তাকে।

সিরিজের প্রেক্ষাপট সম্পর্কে ধারণা দিয়ে নুহাশ বলেছেন, ‘লোককাহিনি ও কুসংস্কারের বাইরে গিয়ে ২ষ বাংলাদেশ ও আধুনিক সময়ের ভয়াবহতা নিয়ে কিছু প্রশ্ন রেখেছে। দেশে কিংবা বিদেশে ভূতের ভয়ের চেয়েও বড় হয়ে উঠেছে সামাজিক ভয়। এ ভয়গুলো মানুষকে দাবিয়ে রেখেছে বহু বছর। ২ষ–এর প্রতিটি পর্বে মানসিকতার সেই অন্ধকার দিক খোঁজার চেষ্টা করেছি।’

সম্প্রতি ভৌতিক ঘরানার কাজে মজেছেন মোশাররফ করিম। ওটিটিতে তার সর্বশেষ কাজটিও ছিল এই ঘরানার। কাজী আসাদ পরিচালিত ‘আধুনিক বাংলা হোটেল’ নামের সে সিরিজটি দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন

মিলার ব্যস্ততা

আজ শাবনূরের জন্মদিন