নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাতনি ও শীলা আহমেদের মেয়ে অনোরা প্রথমবারের মতো পর্দায় হাজির হতে যাচ্ছেন। তিনি অভিনয় করেছেন মামা নুহাশ হুমায়ূনের পরিচালনায়।
‘মশারি’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে হুমায়ূন আহমেদের তৃতীয় প্রজন্মকে। তিন বছর আগে এর শুটিং সম্পন্ন হলেও এতোদিন এটি গোপন ছিল।
এ প্রসঙ্গে নুহাশ হুমায়ূন জানান, পৃথিবী ধ্বংসের শেষপ্রান্তে এমন পটভূমিতে দুই বোনের গল্প উঠে আসবে স্বল্পদৈর্ঘ্যটিতে।
তিনি আরো জানান, ভৌতিক ঘরানার এই চলচ্চিত্রে আরো দেখা যাবে, এক রক্তপিপাসু পোকার আক্রমণে পৃথিবী জনশূন্য হয়ে যাচ্ছে। সবশেষ দু’জন বেঁচে আছেন। তারা বুঝতে পারেন রক্তপিপাসু এই পোকা থেকে তদের বাঁচাতে পারে কেবল মশারি!
আগামী ১৩ মার্চ যুক্তরাষ্ট্রের টেক্সাসের সাউথ বাই সাউথ-ওয়েস্ট চলচ্চিত্র উৎসবে ‘মশারি’ দেখানো হবে। এতে অনোরা সঙ্গে আরো অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল।
তিনি জানান, ২০১৯ সালে চলচ্চিত্রটির শুটিং হয়। এটা তৈরিই করা হয়েছিল বিশ্বের বিভিন্ন উৎসবে পাঠানোর জন্য। সে অনুযায়ী এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে এবার।