নাসিম রুমি: বেশ কিছুদিন আগে হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারী অনুরাগীর মৃত্যুর ঘটনায় বিপাকে আল্লু অর্জুনসহ পুরো ‘পুষ্পা’ টিম। এই ঘটনাকে কেন্দ্র করেই একরাত জেলেও থাকতে হয়েছিল আল্লুকে।
আপাতত, জামিনে জেল থেকে রেহাই পেয়েছেন তিনি। এমনকী, জেল থেকে বেরিয়ে পুরো ঘটনার জন্য দুঃখপ্রকাশও করেছেন আল্লু ও ছবির প্রযোজক। তবে সমস্যা মেটেনি।
সম্প্রতি পুলিশি ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন আল্লু। আর এবার সেই মৃত নারী অনুরাগীর পরিবারকে ২ কোটি রুপি দিয়ে আর্থিক সাহায্য করলেন আল্লু অর্জুন ও ‘পুষ্পা’ ছবির প্রযোজক।
এর আগে গত ৫ ডিসেম্বর ভারতের সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল।’ তার ঠিক আগের দিন ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে হয় প্রিমিয়ার। সেখানে যাওয়াই কাল হয়েছে আল্লু অর্জুনের। প্রিয় তারকার আসার খবরে কাতারে কাতারে মানুষ সন্ধ্যা থিয়েটারে ভিড় করে। এই ভিড়ে পদপিষ্ট হয়েই রেবতী নামের এক অনুরাগীর মর্মান্তিক মৃত্যু হয়। রেবতীর ৯ বছরের শ্রী তেজ এখনও হাসপাতালে সংকটজনক অবস্থায়।
এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মৃতার স্বামী ভাস্কর।