ধর্ষণ, শ্লীলতাহানি সমাজের এক কঠিন ব্যাধি। এর বিরুদ্ধে প্রশাসন, আইন থাকলেও অনেক নির্যাতিত নারী অভিযোগ জানানোর সাহস পান না। অসহনীয় যন্ত্রণা বয়ে বেড়াতে হয় ভুক্তভোগীকে। কেন একজন নির্যাতিতা সামনে এসে বিচারের দাবি করতে ভয় পায়? কেন একজন নির্যাতিতাকে লজ্জায় মুখ ঢেকে থাকতে হয়? এমনই সব বিষয় উঠে আসবে ‘দ্য রেপিস্ট’ ছবিতে। ছবিটি পরিচালনা করবেন টালিউডের প্রখ্যাত অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। এই ছবির মধ্য দিয়ে তিন বছর পর আবারো ছবি পরিচালনায় ফিরছেন তিনি।
ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করবেন কঙ্কনা সেনশর্মা ও অর্জুন রামপাল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই শুরু হতে চলেছে ‘দ্য রেপিস্ট’ ছবির শুটিং। এর আগে কঙ্কনা ও অর্জুন রামপালকে একসঙ্গে দেখা গিয়েছিল ২০১৩ সালে বিনোদ মিত্র পরিচালিত ‘মেরিডিয়ান লাইনস’ ছবিতে।
পরিচালক অপর্ণা সেন বরাবরই সমাজের নানা অস্থির সময়, ঘটনাকে নিজের ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। ছবির মাধ্যমে নিজের মতামত জানাতে তিনি পিছপা হননি। তার পরিচালিত ‘পরমা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’, ‘থার্টি সিক্স চৌরঙ্গি লেন’ ছবিতে সেসব চিত্রই ফুটে উঠেছে।
বাংলার পাশাপাশি হিন্দি ছবিও পরিচালনা করেছেন অভিনেত্রী অপর্ণা সেন। ২০১৫ সালে ‘সারি রাত’, ২০১৭ সালে ‘সোনাটা’ ছবি পরিচালনা করেন তিনি। এবার‘দ্য রেপিস্ট’ ছবিটিও তৈরি হবে হিন্দিতে। এক সাক্ষাৎকারে অপর্ণা নিজের নতুন ছবি প্রসঙ্গে বলেছেন, একজন মেয়ে যখন ধর্ষণের শিকার তখন পরিবারের চাপে অথবা চক্ষুলজ্জার কাছে তাকে হার মানতে হয়। এখন সময় বদলেছে। নারীদের জন্য আইন আরো কঠোর হয়েছে। এই ধরনের ঘটনায় এখন কঠিন শাস্তি হচ্ছে। নারীসত্ত্বার সেই শক্তিকেই এবার পর্দায় তুলে ধরবেন বলে জানিয়েছেন অপর্ণা সেন।
এদিকে, বলিউড অভিনেতা অর্জুন রামপাল বর্তমানে ব্যস্ত আছেন ‘ধকড়’ ছবির শুটিং নিয়ে। ওই ছবিতে তার বিপরীতে রয়েছেন কঙ্গনা রানাউত। অন্যদিকে কঙ্কনা সেনশর্মাকে শেষ দেখা গেছে ওয়েব সিরিজ ‘মুম্বই ডায়ারিজ ২৬/১১’-এ।