English

24 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
- Advertisement -

নির্মিত হচ্ছে পার্বতী বাউলের বায়োপিক, নাম ‘জয়গুরু’

- Advertisements -

বাউল সঙ্গীতের এক অনন্য নাম পার্বতী। দুই বাংলাসহ আন্তর্জাতিক অঙ্গনে বাউল সংগীতকে ছড়িয়ে দিতে ভূমিকা রাখছেন তিনি। তার মুখে একটি বাক্যই বেশি শোনা যায়। এই সঙ্গীতশিল্পী ফোন ধরেই বলেন ‘জয়গুরু’, দেখা হলেও তাই। এমনকি বিদায় দেওয়ার সময়ও বলেন ‘জয়গুরু’!

এবার পার্বতী বাউলের জীবনী অবলম্বনে নির্মাণ করা হচ্ছে তার বায়োপিক। সিনেমার নাম রাখা হয়েছে ‘জয়গুরু’। সিনেমাটি হিন্দিতে তৈরি হবে বলে জানা গেছে। এটি নির্মাণ করবেন টালিউড অভিনেতা ও পরিচালক সৌম্যজিৎ মজুমদার।

দিন কয়েক আগে নিউইয়র্কের টাইমস স্কোয়ারে সংগীত পরিবেশনের পর নিজের মুখে এই সিনেমার কথা ঘোষণা করেন পার্বতী।

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে সৌম্যজিৎ বলেন, তার সঙ্গে প্রথম আলাপের পর থেকেই সিনেমাটি নির্মাণের প্রবল ইচ্ছে তৈরি হয় আমার মধ্যে। এক বছর ধরে তার আশ্রমে যাতায়াত শুরু করি। এরপর সিনেমার চিত্রনাট্য তৈরি করি।

পাশাপাশি পার্বতীর মতো শিল্পী তাকে এই কাজে অনুমতি দিয়েছেন বলেও তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন সৌম্যজিৎ। তবে সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ এই নির্মাতা।

তবে সৌম্যজিৎ জানান, একজন বাউল শিল্পীর (রাধিকা) সঙ্গে মুম্বাইয়ের একজন সংগীত পরিচালকের (ঋত্বিক) কাজের সূত্র ধরে এগিয়ে যাবে সিনেমার গল্প। মূলত রেকর্ডিং স্টুডিওতেই বাউল শিল্পীর মুখে তার অতীত জীবনের কাহিনি দেখা যবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন