English

22 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

নির্মাতা সোহানুর রহমান সোহানের স্ত্রীর অকাল প্রয়াণ

- Advertisements -

নাসিম রুমি: চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহানের স্ত্রী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবরটি নিশ্চিত করেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

মানিক লিখেছেন, তারকা পরিচালক সোহানুর রহমান সোহান স্যারের স্ত্রী, আজ সন্ধ্যায় ব্রেইন স্ট্রোকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

১৯৭৭ সালে পরিচালক শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন সোহানুর রহমান সোহান। পরবর্তীতে তিনি শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এজে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) ও শিবলি সাদিকের ‘ভেজা চোখ’ (১৯৮৮) চলচ্চিত্রে সহকারী হিসেবে কাজ করেন।

একক ও প্রধান পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’(১৯৮৮)। নির্মাতার কেরিয়ারে প্রথম সফলতা আসে অমর নায়ক সালমান শাহ ও জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর অভিষেক ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩) পরিচালনার মধ্য দিয়ে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন