দেশ ও বিদেশে বহুল আলোচিত সিনেমা ‘ছুটির ঘণ্টা’র নির্মাতা আজিজুর রহমান আর নেই। বাংলাদেশ সময় সোমবার (১৪ মার্চ) দিবাগত রাত ১১টা ২০ মিনিটে কানাডার একটি হাসপাতালে মারা গেছেন তিনি।
গণমাধ্যমে প্রখ্যাত চলচ্চিত্রকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের পুত্র গাজী সরফরাজ আনোয়ার উপল এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে তার এই মৃত্যুতে শোবিজ অঙ্গনে বইছে শোকের মাতম। তার সময়কার নানান তারাকাসহ পরিচিত অনেকেই শোক প্রকাশ করছেন। গুণী এই নির্মাতার একাধিক সিনেমায় অভিনয় করেছেন একসময়কার জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমান। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘অশিক্ষিত’।
এই নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আরেকটি নক্ষত্রের পতন। আমার বাংলা চলচ্চিত্রে সুপ্রতিষ্ঠিত হওয়ার পেছনে তার অবদান চিরস্মরণীয়। আমার পঞ্চম চলচ্চিত্র ‘অশিক্ষিত’তে তিনিই প্রথম নায়করাজ রাজ্জাক ভাইয়ের একক ও প্রধান নায়িকা হিসেবে আমাকে নির্বাচন করেছিলেন। ‘অশিক্ষিত’ বাংলা চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ দশটি শিক্ষণীয় চলচ্চিত্রের অন্যতম একটি৷ এতে অভিনয় করাটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। আমার খুবই মন খারাপ হয়েছে। খুব কান্না পাচ্ছে আমার।’
প্রসঙ্গত, শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল আজিজুর রহমানের। গত এক বছর ধরে তাকে কৃত্রিমভাবে বাড়তি অক্সিজেন নিতে হতো বলে জানায় পারিবারিক সূত্র।