English

22 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
- Advertisement -

নির্বাচনে দাঁড়িয়েছেন সংগীতশিল্পী রবি চৌধুরী

- Advertisements -

গুলশানের একটি ক্লাবের নির্বাচনে দাঁড়িয়েছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। গুলশানের অল কমিউনিটি ক্লাবের আসন্ন নির্বাচনে পরিচালক পদে নির্বাচন করছেন তিনি। ২০১৩ সালেও একবার এই ক্লাব থেকে পরিচালক পদে নির্বাচন করে জয়লাভ করেছিলেন তিনি।
৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অল কমিউনিটি ক্লাবের ২০২১-২২ মেয়াদের এই নির্বাচন, এবারের নির্বাচনে ১০টি পরিচালক পদের জন্য লড়বেন মোট ১৫ জন। নির্বাচনে রবি চৌধুরীর ব্যালট নং ১৩। মোট ১২০০ ভোটার এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
রবি চৌধুরী বলেন, ‘আমি ১৫ বছর ধরে এই ক্লাবের সদস্য, আগের বারের মতো এবারও সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’
রবি চৌধুরী একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী,নব্বইয়ের দশকে চলচ্চিত্রের নেপথ্য সঙ্গীতে জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৯-এর ফেব্রুয়ারি পর্যন্ত তার ৬৪টি অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে।
রবি চৌধুরী প্রথম অডিও অ্যালবাম প্রকাশিত হয় ‘সেলেক্স’ নামক এক কোম্পানি থেকে। তিনি চলচ্চিত্রের গানে কন্ঠ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন। সঙ্গীত পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘আন্দোলন’ ও সর্বশেষ চলচ্চিত্র ‘পুত্র এখন পয়সাওয়ালা’। রিমঝিম স্টুডিও নামে তার একটি স্টুডিও রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন