English

26 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫
- Advertisement -

নিরবের নায়িকা পরীমণি

- Advertisements -

নাসিম রুমি: পলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নামের সিনেমা বানাচ্ছেন তরুণ নির্মাতা সামছুল হুদা। গেল মাসের শেষ দিকে এ সিনেমার নায়ক নিরব হোসেনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল।

তবে ওই সময় জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে জানা গেল গোলাপে নিরবের নায়িকা হচ্ছেন পরীমণি।

গেল ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে গোলাপ সিনেমায় চুক্তিবদ্ধ হন পরীমণি। জানা গেছে, এতে রূপা চরিত্রে দেখা যাবে তাকে।

পরীমণি বলেন, অ্যাকশন থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি হয়েছে গোলাপের চিত্রনাট্য। অনেক দিন ধরে এমন গল্পের সিনেমায় কাজ করা হয়ে উঠছিল না।

এতে আমার চরিত্রের নাম রূপা। সিনেমার গল্পে রূপা নাচবে, প্রেম করবে এমনকি ফাইটও করবে।

পরীমণি আরও বলেন, গল্প শোনার সময় রূপা চরিত্রটি আমার পছন্দ হয়েছে। পুরো সিনেমায় নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি টুইস্টগুলো দর্শকদের চমকে দেবে।

পরিচালক সামছুল হুদা বলেন, গল্প চূড়ান্ত হওয়ার পর আমাদের টিমের কাছে মনে হয়েছে রূপা চরিত্রের জন্য পরীমণি পারফেক্ট। তাই তাকে সিনেমাতে চুক্তিবদ্ধ করার জন্য আমি অপেক্ষায় ছিলাম। অবশেষে তিনি আমাদের সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

গোলাপের গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। সিনেমাটি তৈরি হচ্ছে গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে। চলতি মাসের শেষ দিকে সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন