নাসিম রুমি: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে চলছে তুমুল উত্তেজনা। নির্বাচন শেষ হওয়ার এক মাস পর হাইকোর্টে রিট করেন নিপুণ আক্তার। আর এর পরেই শিল্পীদের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ।
এসব বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন সোহেল রানার মতো সিনিয়র চলচ্চিত্র ব্যক্তিত্বরাও। চলতি সপ্তাহেই এ নিয়ে নিপুণের সদস্য পদ স্থগিতের সম্ভাবনার কথা গণমাধ্যমে বলেছিলেন সমিতির নতুন কমিটির সহ-সভাপতি ডিএ তায়েব। বিষয়টি ভালো ভাবে নেননি নিপুণ। পাল্টা তায়েবের শিল্পী সমিতির সদস্য হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিপুণ।
বর্তমানে দেশের বাইরে আছেন চিত্রনায়িকা নিপুণ। দেশে ফিরে ডিএ তায়েবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও বিভিন্ন মিডিয়ার কাছে বলেছেন তিনি। সে বিষয়টি নিয়ে বুধবার (২২ মে) সন্ধ্যায় এফডিসিতে উপস্থিত সাংবাদিকরা ডিএ তায়েবকে জিজ্ঞেস করতেই তিনি নিপুণের বিরুদ্ধে পাল্টা অভিযোগের কথা বলেন।
এসময় ডিএ তায়েব বলেন,“নিপুণকে সাবধান করে দেন, তার নামে ৬৪ জেলায় মামলা হচ্ছে। আমার ফ্যানরা তার নামে মানহানির মামলা করতে প্রস্তুত। আমি মত দেয়ার সাথে সাথে মামলা করে দিবে। আমি মত না দিলেও তারা মামলা করে দিবে।”
ফ্যানরা কেন মামলা করতে চান? এ বিষয়ে তায়েব বলেন, “কারণ নিপুণ আমার মানহানি করেছেন। যারা আমার ভক্ত, এবং আমার সংগঠন করেন, আমাকে নিয়ে বিভিন্ন পোস্ট করে; তারা নিজ নিজ এলাকায় মানহানির পর্যায়ে গেছে। তারা তাদের মানহানির কারণেই মামলা করবে। ৫০১ ধারায় সেই মামলা করা হবে। ক্লিয়ার?”