নাসিমরুমি: গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এফডিসিতে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
তবে জটিলতা সৃষ্টি হয় সাধারণ সম্পাদক পদ নিয়ে। যা নিয়ে দ্বন্দ্বে জড়ান নিপুণ আক্তার ও জায়েদ খান। সেই দ্বন্দ্ব গড়ায় আদালত পর্যন্ত।
দীর্ঘ নয় মাস পর সোমবার (২১ নভেম্বর) উচ্চ আদালতের রায়ে সাধারণ সম্পাদক পদ ফিরে পান নিপুণ। আর এ রায় নিয়ে কী ভাবছেন জায়েদ খান বা তার এখন করণীয় কী তা নিয়ে উঠেছে জোর আলোচনা।
রায় নিয়ে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, ‘অনেকেই মনে করছেন হাইকোর্ট নিপুণের আইনজীবীর আপিল গ্রহণ করায় আমার সামনে আর কোনো সুযোগ নেই, এটা মিথ্যা কথা। এখনো আপিলের পুঙ্খানুপুঙ্খভাবে শুনানি আছে।
এখন আমি আপিল শুনানির জন্য প্রস্তুত। আমি যেহেতু নির্বাচিত, চূড়ান্ত বিজয়টা আমার আসবে। লিভ টু আপিল থেকে এখন ফাইল করা হবে। তারপর ডেট পড়বে। এটাকে অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করছেন।