English

22 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
- Advertisement -

নিঝুম রুবিনার মামলায় গ্রেপ্তার উবারচালক

- Advertisements -

গেল মঙ্গলবার উবারে চড়ে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মুখোমুখি হন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। বর্তমানে এ ঘটনাকে কেন্দ্র করে নেটদুনিয়ার চর্চা তুঙ্গে। অবশেষে নায়িকার করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেই উবারচালককে।

গেল ২৫ জানুয়ারি রাতে এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা করেন রুবিনা। পরে রোববার (২৬ জানুয়ারি) সকালে সেই গাড়িচালককে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তার জন্য রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে রুবিনা বলেন, অবশেষে পুলিশ গাড়িচালককে আটক করেছে পুলিশ। এখন আদালতে পাঠানো হবে তাকে।

গাড়ির মালিকের পরিচয় প্রকাশ না করে অভিনেত্রী আরও বলেন, পুলিশের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি, তাতে জানতে পেয়েছি, গাড়ির সেই মালিক আমাদের চেনাজানা। তার নামটা এখন বলা যাবে না। কারণ, তিনি বিনোদন অঙ্গনেরই একজন, আমাদেরই কলিগ।

পুলিশ বেশ গুরুত্ব দিয়ে ঘটনাটি দেখছে। উবার কর্তৃপক্ষের সঙ্গে পুরো ঘটনাটি নিয়ে আলোচনা হয়েছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ গণমাধ্যমকে বলেন, উবারচালক মো. রকিকে (৩২) গ্রেফতার করা হয়েছে। তার জন্য রিমান্ডের আবেদন করে আগামীকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, বিষয়টি নিয়ে গণমাধ্যমে নায়িকা বলেন, গাড়ির মালিকের সন্ধান পাওয়া গেছে। গাড়ির মালিক আমাদের ইন্ডাস্ট্রিরই একজন নায়িকা। পুলিশ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। কিন্তু এ ঘটনায় তিনি জড়িত কিনা, তা এখনও বুঝতে পারছি না। পুলিশের তদন্ত শেষে পুরো বিষয়টা জানতে পারব।

চালকের খোঁজ প্রসঙ্গে তিনি বলেন, উবার কর্তৃপক্ষের সঙ্গে পুরো ঘটনাটি নিয়ে আলোচনা হয়েছে। চালকের খোঁজও পাওয়া যাবে। গাড়ির মালিকের কাছে চালকের যেসব তথ্য আছে, তা নিয়েই চালকের বাড়িতে যাওয়া হবে।

এর আগে রুবিনা বলেন, আমি ড্রাইভিং পারি না এবং আমার স্বামীও বাসায় ছিল না। তাই নিজের গাড়ি রেখে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য উবার কল করি। পরে উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে।

জানতে চাইলে বলেন আপনার লোকেশনেই যাচ্ছি চুপ থাকেন। মঙ্গলবার রাস্তা ফাঁকা থাকার পরও সে গুলশান রোডে ঢুকে পড়ে। তখন প্রায় ৮০ থেকে ১০০ স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল চালক।

বিষয়টি আমার কাছে সন্দেহ লাগলে আমাকে এখানেই নামিয়ে দিতে বলি। তখন সে আমাকে বলে চুপ থাক, কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করি। কিন্তু কারও কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই।

প্রশ্ন রেখে তিনি আরও বলেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরপত্তা পাব না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব? আজকে যদি গাড়ি থেকে যদি জাম্প করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত?

প্রসঙ্গত, ২০১৩ সালে জাকির হোসেন রাজুর ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নিঝুম। এরপর ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ নামে সিনেমায় অভিনয় করেন তিনি। বর্তমানে ‘দুই মা’ এবং ‘বন্ধু তুই আমার’ নামের দুটি সিনমোয় কাজ করছেন নিঝুম।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন