English

23 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

নিজের বদঅভ্যাসের কথা জানালেন তাহসান

- Advertisements -

আমার একটা বদঅভ্যাস রয়েছে, সেটি হচ্ছে আমি খুব কাটখোট্টা টাইপের মানুষ। কোনো কাজ করে যদি ভালো না লাগে সরাসরি বলে দেই ‘কাজটি ভালো হয়নি’।

এটি একটি ভালো কাজ হচ্ছে বলেই উপস্থাপনায় ফিরছি। এমন মন্তব্য করেছেন জনপ্রিয় গায়ক -অভিনেতা তাহসান খান।

তার উপস্থাপনায় ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি গেম শো “ফ্যামিলি ফিউড বাংলাদেশ”। বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তাহসান।

তিনি বলেন, বিশ্বব্যাপী ৭৫টিরও বেশি দেশের মানুষের মন জয় করে বাংলাদেশে এসেছে শো-টি। প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক শোতে আমি হোস্টিং করতে পেরে অত্যন্ত সম্মানিত ও আনন্দিত। আমি কাজ করে আনন্দ না পেলে সেই কাজটি করি না। এই কাজটি করে বেশ আনন্দ পেয়েছি। আর আমি আনন্দ পেয়েছি মানে নিশ্চিয়ই দর্শকরাও এনজয় করবে। এই আয়োজনে আমি তারকা না, পরিবার নিয়ে অংশ নেওয়া লোকগুলো এবং টিমের সঙ্গে কাজ করা মানুষগুলো তারকা।

তাহসান বলেন, আমাদের সংস্কৃতির সঙ্গে মানানসই এই শোটি পারিবারিক সম্পর্ক এবং বন্ধনের গুরুত্ব তুলে ধরে। আমি বিশ্বাস করি, এই ধরনের শো আমাদের সমাজে  ইতিবাচক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে সাহায্য করবে। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর শুটিং চলাকালে পুরোটা সময় আমি এবং শোতে অংশগ্রহণকারী পরিবারগুলো খুবই মজার ও আনন্দময় একটি সময় পার করেছি। আমারও এই শোটি খুবই ভালো লেগেছে এবং অপেক্ষায় আছি পর্দায় দেখার জন্য। আমার বিশ্বাস আমার মতো সবার মন জয় করে নেবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ উইথ তাহসান’।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বঙ্গ’র প্রযোজনায় “ফ্যামিলি ফিউড বাংলাদেশ” রাত ৯টা ৩০ মিনিটে সম্প্রচারিত হবে এনটিভির পর্দায় এবং ‘বঙ্গ’র ওয়েবসাইট ও অ্যাপে। প্রতি সোমবার একই সময়ে সম্প্রচারিত হবে নতুন নতুন এপিসোড। তবে কোনো কারণে কেউ কোনো এপিসোডের সম্প্রচার মিস করলেও চিন্তা নেই। এপিসোডগুলো থাকবে বঙ্গতে, দেখে নিতে পারবেন যেকোনো সময়। এছাড়া প্রতি মঙ্গলবার দুপুর ১টায় এনটিভিতে পুনপ্রচার করা হবে আগের দিনের এপিসোড।

সারা বিশ্বের অসংখ্য মানুষের মন জয় করে অনুষ্ঠানটির বাংলাদেশি সংস্করণ শুরু হচ্ছে। অনুষ্ঠানটি সব বয়সী দর্শকদের স্মরণীয় ও আনন্দময় কিছু মুহূর্ত উপহার দেবে, এমনটাই প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।

ফ্যামিলি ফিউড বাংলাদেশে থাকছে ২৪টি পর্ব, প্রতি পর্বে দুটো পরিবার মুখোমুখি হবে। মোট তিনটি রাউন্ডে সার্ভে প্রশ্নের সেরা উত্তরগুলো অনুমান করে পয়েন্ট জিতে নেওয়ার সুযোগ থাকছে, সঙ্গে থাকছে নগদ পুরস্কার ও বিশেষ উপহার। বিজয়ী টিম পাবে ফাস্ট মানি নামের বোনাস রাউন্ড খেলার সুযোগ।

দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় থেকে শুরু করে নানারকম ট্রেন্ডি টপিক নিয়ে এসব প্রশ্ন করা হয়েছে এই আয়োজনে। আর প্রশ্নের মধ্যে থাকছে দেশি টুইস্ট। আনন্দ, উত্তেজনা ও বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় পরিপূর্ণ এই অনুষ্ঠানে থাকছে বেশ কয়েকটি স্পেশাল এপিসোড। এই স্পেশাল এপিসোডগুলোতে থাকবেন মনোজ প্রামাণিক, শাহনাজ খুশি, বৃন্দাবন দাশ, মৌসুমী মৌ ও মারিয়া কিসপট্টার মতো তারকারা, যা অনুষ্ঠানটিতে যোগ করবে বিনোদনের নতুন মাত্রা।

ফ্যামিলি ফিউড বাংলাদেশের মূল লক্ষ্য পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে আনন্দ উদযাপন করার সুযোগ তৈরি করা ও কাছের মানুষদের সঙ্গে বন্ধন দৃঢ় করা। পরিবারের সদস্য কিংবা বন্ধু- যার সাথেই দেখেন না কেন, ম্যাজিকাল একটা সময় কাটবে দর্শকদের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

বলিউডে টিকছেন না রণবীর

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন