English

19 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

নিজের চাটুকারিতার কথা স্বীকার করে যা বললেন জয়

- Advertisements -

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ চেয়ে ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি আবেদনপত্র লিখেছিলেন অভিনেতা ও বিতর্কিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। ২০১৯ সালে সেটি ভাইরাল হয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর আবেদনপত্রটি ফের ভাইরাল হয়েছে। এ আবেদনে শেখ হাসিনাকে ‘মা’ বলে সম্বোধন করেন জয়। আর এ নিয়েই উঠেছে সমালোচনা।

জয় নিজেও তার আবেদনপত্রটিকে চাটুকারিতা হিসেবে স্বীকার করে নিয়েছেন। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আলো আসবে গ্রুপে পান নাই। ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই। তাই বলে আমাকে ছেড়ে দেবেন কেন? ২০১৪ সালের একটি চিঠি এই নিয়ে ১৪ বার ভাইরাল করলেন।’

তিনি লেখেন, ‘সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন। সেই প্লটগুলো ১৩-এ ধারা। এই সরকার ইতোমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে। তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছেন, আমার নাম্বার ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্তা করছেন।’

আবেদনপত্রটি চাটুকারিতার মধ্যেই পড়ে স্বীকার করে জয় লেখেন, ‘অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে। এর জন্য অপমান আমার প্রাপ্য, কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না। আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবে না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি তাই না?’

সবশেষে তিনি লেখেন, ‘ঘৃণা না ছড়িয়ে শান্ত হন। সবাই মিলে ভাল থাকি। চলুন সবাই যার যার ভুল সংশোধন করি।’

এদিকে ভাইরাল হওয়া আবেনপত্রে দেখা যায়, এর শুরুতে শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী, উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও ‘আদর্শ মা’ সম্বোধন করেছেন শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয়, বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক (টিভি ও চলচ্চিত্র)। আপনার দোয়ায় গত ১৭ বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে।’

শেখ হাসিনার উদ্দেশে তিনি লেখেন, ‘আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ সাহসী এবং জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলীয়ান ছিলেন, তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট জানানোর অঙ্গীকার করিয়েছে। ’

এর পূর্বাচলে প্লট আবেদন করে বিতর্কিত এ উপস্থাপক লেখেন, ‘মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন, আমার সমসাময়িক সকল শিল্পীই পূর্বাচলে ১০ কাঠা, ৫ কাঠার প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতেই পারিনি। পরবর্তীতে ঝিলমিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পাইনি। ’

তিনি লেখেন, ‘মা, পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন- আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি (ইনশাআল্লাহ)। ’

 

ওই আবেদনপত্রে জয়ের ছবির পাশে তৎকালীন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সিলও রয়েছে। সুপারিশকারী হিসেবে তৎকালীন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের স্বাক্ষরও রয়েছে।

উল্লেখ্য, টিভি নাটকের অভিনেতা শাহরিয়ার নাজিম জয় কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন। তার অধিকাংশ সিনেমা তার মামা প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ও প্রযোজিত। অভিনয়ে তেমন সুবিধা করতে না পেরে জয় নাম লেখান উপস্থাপক হিসেবে। মানুষকে বিতর্কিত ও উল্টাপাল্টা প্রশ্ন করে তিনি নিজেই বিতর্কিত হয়েছেন।

এদিকে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে কয়েকদিন আগে ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামির তালিকায় রয়েছেন জয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন