English

26 C
Dhaka
বুধবার, মার্চ ১২, ২০২৫
- Advertisement -

নিজেকে বড্ড একা লাগে, এতিম লাগে: পরীমণি

- Advertisements -

নাসিম রুমি: ঢাকাই চিত্রনায়িকা পরীমণি সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন। তার বিয়ে থেকে শুরু করে পরকীয়া, বিচ্ছেদ এসব কারোই অজানা নয়। তবে সবকিছুকে ছাড়িয়ে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা কর নিয়েছেন।

এদিকে পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন যে, ‘নিজেকে বড্ড একা লাগে, এতিম লাগে।’

পরীমণি পোস্ট দিয়ে লিখেছেন, ‘আহারে জীবন। কত পলিশ ভাবে উপস্থাপন করতে চাই আমরা সবসময় সোশ্যাল মিডিয়ায়! কিন্তু আসলে কি তাই হয় সবসময়! হয় না তো। এই যে আমি, কত অসহায় লাগে আমার নিজেকে যখন একা একা খেতে বসতে হয়।’

তার কথায়, ‘শুধু এই একটা সময়ই আমার নিজেকে বড্ড একা লাগে। এতিম লাগে। নানা ভাই বেঁচে থাকতে কোনো দিন বুঝতে পারি নাই আমি এমন ভাবে একা ! কি রাত, কি দিন, কি ঠিক সময়, কি অসময়ে যখনই খেতে বসতাম নানা ভাই সামনে বসে থাকতো।’

‘বাচ্চারা ঘুমালে একটু নিজের জন্য সময় পাওয়া যাবে ভাবি। হাতে জমে থাকা কত কাজ সেরে ফেলবো ভাবি। করিও সবই। শুধু খাবার সামনে একা বসে খেতে আর পারি না।’

শেষে লিখেছেন, ‘রোজার সময়ে আজ আর সেহরি বা ইফতারে কোনো আয়োজন থাকে না আমার। আমি সব সয়ে নতুন করে বাঁচার মানুষ বরাবরই। আমি জানি, আমার বাচ্চারা বড় হয়ে গেলে আবার নতুন করে সুখী মানুষ হয়ে যাবো আমি। সময় বা অসময়ে তখন একা বসে খেতে তো হবে না আর।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন