এই শীতেই বিয়ে। সেভাবেই চলছিল প্রস্তুতি। বছরের শেষ দিকে বিয়ের তারিখ পাকা। এ রকম সময়ে বাবাকে হারালেন তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। গতকাল (২৮ নভেম্বর) বৃহস্পতিবার মারা গেছেন তারা বাবা মো. হুমায়ুন পাঠান। আইনজীবী হিসেবে বেশ পরিচিতি ছিল তার।
আজ শুক্রবার বাবার জানাজার এক চিলতে ভিডিও শেয়ার করে বন্ধুদের সঙ্গে সেই শোক ভাগাভাগি করে নিয়েছেন উর্বী। জাগো নিউজকে এই অভিনেত্রী বলেন, ‘কদিন আগে আমার হবু বর অটোরিক্সা দূর্ঘটনায় পায়ে ভীষণ আঘাত পেয়েছিলেন। প্রায় মাস খানেক হাসপাতালে ভর্তি ছিলেন। বাবা বলেছিলেন, সে সুস্থ হয়ে উঠলে অন্তত কাবিনটা করিয়ে ফেলবেন। আমার বিয়ে নিয়ে বাবার বড্ড তাড়া ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি আমার বিয়েটা দিয়ে যেতে পারলেন না।’
উর্বী জানান, অনেক দিন ধরেই লিভার সিরোসিসে ভুগছিলেন হুমায়ুন পাঠান। হঠাৎ জ্বরে পড়ে ঠান্ডা লেগে নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে হুমায়ুন পাঠানকে নিবিড় পর্যবেক্ষণে নেন। সেখানেই গতকার তার মৃত্যু হয়। উর্বী বলেন, ‘বাবা তার কর্মক্ষেত্রে ভীষণ জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুর কারণে গতকাল আদালত প্রায় আধঘণ্টা কার্যক্রম বন্ধ রেখেছিলেন।’