নাসিম রুমি: বিদেশে বাংলা চলচ্চিত্রের দর্শক সৃষ্টি ও বাঙালি চলচ্চিত্রকর্মীদের কাজের স্বীকৃতি এবং অভিবাসী চলচ্চিত্রকর্মীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের মূলধারার চলচ্চিত্রকর্মীদের সেতুবন্ধন রচনা করতে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব-২০২৪।
প্রথমবারের মত অনুষ্ঠেয় এই উৎসব জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে ২০ ও ২১ এপ্রিল বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উৎসবের আয়োজকরা।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।
উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত, চলচ্চিত্র নির্মাতা রেশমী মিত্র এবং ভারতের সুপরিচিত বিনোদন সাংবাদিক শর্মিলা মাইতি।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উৎসবের প্রধান সমন্বয়কারী হাসানুজ্জামান সাকী বলেন, পাবনায় সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি উদ্ধারে আন্দোলনের ইতিহাস-প্রেক্ষাপট এবং বরেণ্য অভিনেত্রীর প্রতি আবেগ-ভালোবাসার জায়গা থেকে আমাদের এ আন্তর্জাতিক উৎসবের প্রয়াস।
আমাদের স্লোগান- বিশ্বজুড়ে বাংলা ছবি। আমাদের উদ্দেশ্য মূলত তিনটি।
এক, বাংলা ছবির বিশ্বায়ন, অর্থাৎ বিদেশে বাংলা চলচ্চিত্রের দর্শক সৃষ্টি। দুই, বিদেশে বাঙালি চলচ্চিত্রকর্মীদের কাজের স্বীকৃতি এবং তিন, অভিবাসী চলচ্চিত্রকর্মীদের সঙ্গে আমেরিকার মূলধারার চলচ্চিত্রকর্মীদের সেতুবন্ধন রচনা।
প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস আহমেদ বলেন, বিশ্বজুড়ে বাংলা চলচ্চিত্র ছড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। ভাষার মাসে জীবন উৎসর্গ করা শহীদদের স্মরণ করতে চাই। আমরা বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে চাই আমাদের কাজের মাধ্যমে, বাংলা চলচ্চিত্রের মাধ্যমে।
সুচিত্রা সেনকে স্মরণ করে তিনি বলেন, সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্রের প্রতিটি অভিনয়শিল্পীর জন্য অনুপ্রেরণা। তার চলচ্চিত্রগুলো কালজয়ী, মনে হয় এখনো কোনো আধুনিক ছবিই দেখছি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব-২০২৪-এ বাছাইকৃত বেশ কয়েকটি ফিচার, শর্ট ও ডক্যুমেন্টারি ফিল্ম দেখানো হবে। ইতোমধ্যে ছবি জমা নেওয়ার জন্য আন্তর্জাতিক রিকগনাইজইড প্ল্যাটফর্ম ‘ফিল্মফ্রিওয়ে’ ব্যবহার করা হচ্ছে। আগামী ৬ এপিল সুচিত্রা সেনের জন্মদিন। ওই দিনটি হবে ছবি জমা দেওয়ার শেষ দিন।