English

26 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

না ফেরার দেশে রাখি সাওয়ান্তের মা

- Advertisements -

মারা গেছেন বলিউড অভিনেত্রী রাখির সাওয়ান্তের মা জয়া দেবী। দীর্ঘদিন দিন ধরেই ব্রেন টিউমার ও মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন এই অভিনেত্রীর মা।

শনিবার (২৮ জানুয়ারি) মুম্বাইয়ের টাটা ক্যানসার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, প্রায় তিন বছর ধরে নানান রোগের আক্রান্ত ছিলেন রাখির মা। রীতিমতো মৃত্যুর সঙ্গে লড়াই করে আসছিলেন তিনি। বেশ কয়েক দিন ধরেই মায়ের সুস্থতা কামনায় তার ভক্ত-অনুরাগীদের প্রার্থনা চাচ্ছিলেন তিনি। তবে শেষরক্ষা হলো না, সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জয়া দেবী।

রাখি নিয়মিত মায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদকর্মীদের আপটেড দিতেন। সেইসঙ্গে মায়ের সুস্থতা কামনায় প্রার্থনা করতে বলতেন সবাইকে।

এর আগে, বিগ বস সিজন-ফোর থেকেই বেরিয়ে জানিয়েছিলেন, যেকোনো সময় কিছু ঘটে যেতে পারে, সবাই প্রার্থনা করুন। আমার মা ভালো নেই।

প্রসঙ্গত, ২০২১ সালের এপ্রিলে টিউমার অপারেশন হয়েছিল রাখির মা জয়ার। সে সময় চিকিৎসার সব খরচ বহন করেছিলেন অভিনেতা সালমান খান ও তার ভাই সোহেল খান। বরাবরই মায়ের চিকিৎসায় অভিনেত্রীর পাশে ছিলেন বলিউড ভাইজান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন