English

17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

না ফেরার দেশে ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা

- Advertisements -

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা ড্যারেন কেন্ট। শুক্রবার (১১ আগস্ট) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩৬।

ড্যারেন কেন্টের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকম।

মঙ্গলবার (১৫ আগস্ট) অভিনেতার মৃত্যুর খবর জানিয়ে টুইট করে ট্যালেন্ট এজেন্সি ক্যারি ডোড অ্যাসোসিয়েটস। সংস্থাটি টুইটে লিখেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু এবং ক্লায়েন্ট শুক্রবার (১১ আগস্ট) মারা গেছেন। তার বাবা-মা ও ঘনিষ্ঠ বন্ধুরা এসময় তার পাশে ছিলেন। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

জানা গেছে, যুক্তরাজ্যের এসেক্সে জন্মগ্রহণ করেন কেন্ট। সেখানেই বেড়ে উঠেছেন তিনি। ২০০৮ সালে হরর সিনেমা ‘মিররস’-এ প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। পরে ‘গেমস অব থ্রোনস’-এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেতা।

এর একটি পর্বে স্লেভার্স বে-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ড্যারেন কেন্ট। ২০২৩ সালের সিনেমা ‘ডানজিয়নস অ্যান্ড ড্রাগনস: অনার অ্যামং থিভস’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে রীতিমতো দর্শকদের মুগ্ধ করেন তিনি।

এ ছাড়া ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’, ‘মার্শাল ল’, ‘ব্লাডি কাটস’, ‘দ্য ফ্রাঙ্কেনস্টাইন ক্রনিকলস’, ‘ব্লাড ড্রাইভ’, ‘লেস মিজারেবলস’, ‘গ্রিন ফিঙ্গারস’, ‘ইস্টএন্ডারস’, ‘হ্যাপি আওয়ারস’, ‘লাভ উইথ আউট ওয়ালস’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন ড্যারেন কেন্ট।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন