English

16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

নারী চরিত্রনির্ভর সিনেমা এখন আর চলে না: বিদ্যা

- Advertisements -

মহামারির পর থেকে নারীকেন্দ্রিক সিনেমা পেতে সমস্যা হচ্ছে। কমেছে নারীকেন্দ্রিক সিনেমার হারও। সম্প্রতি এমনটিই দাবি করেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। যাকে একটা সময় একাধিক নারীকেন্দ্রিক সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা গেছে।

তিনি বলেন, কমেছে নারীকেন্দ্রিক ছবির হার, সেই ছবিতে কাজ পাওয়াও কঠিন হয়ে উঠেছে। যদিও বিগত চার বছরে গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি, ক্রু, জিগরা ইত্যাদির মতো ছবি হয়েছে। তবু আলিয়া ভাটের জিগরা ছবিটিও সিনেমা হলে তেমন দর্শক টানতে পারেনি। কিন্তু বিদ্যার বিশ্বাস— এই অবস্থা শিগগিরই বদলে যাবে।

এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসের এক সাক্ষাৎকারে বিদ্যা বালান বলেন, মহামারির আগে বিষয়টি অনেক সহজ ছিল। কিন্তু এখন নারীকেন্দ্রিক ছবিতে কাজ পাওয়া একটু কঠিন হয়ে গেছে। তিনি বলেন, আমার মনে হচ্ছে— দুর্ভাগ্যজনক হলেও আমরা কয়েক ধাপ পিছিয়ে গেছি। ২০০৮ সালে আমি যখন ইশকিয়া করি, তখন তেমনভাবে কোনো নারীকেন্দ্রিক ছবি হয়নি— এক ব্ল্যাক ছাড়া। তারপর ধীরে ধীরে ছবিটা বদলাল। বিদ্যা বালান  বলেন, নারীকেন্দ্রিক ছবি তৈরি হতে শুরু করে। ভালো ব্যবসাও করছিল ছবিগুলো। কিন্তু এখন আর সহজ নয় বিষয়টা। যদিও আমার বিশ্বাস— এটা একটা ফেজ মাত্র। সময় আজ না হয় কাল বদলে যাবেই। নারীকেন্দ্রিক যে গল্পগুলো আমরা বলতে চাই আবার বলতে পারব।

যদিও বিদ্যা বালান সম্প্রতি আবারও মঞ্জুলিকা হয়ে ভুল ভুলাইয়া ৩ এ ফিরেছেন। বক্স অফিসে সেই ছবিটি চুটিয়ে ব্যবসাও করছে। মুখ্য ভূমিকায় তার সঙ্গে ছিলেন কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি। ১৭তম দিনের ব্যবসার পর আনিস বাজমির ছবিটি বক্স অফিসে ২৩১ কোটি ৪০ লাখ টাকার ব্যবসা করে ফেলেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন