নাসিম রুমি: নারীবাদী নির্মাতাদের ‘প্রতারক’ বলে বিতর্ক উস্কে দিয়েছেন ভারতীয় পরিচালক-অভিনেতা অনুরাগ কাশ্যপ। তিনি বলেন, নারীবাদী নির্মাতাদের ৯০ শতাংশই প্রতারক। তারা সবাই ভান করছেন।
আন্তর্জাতিক নারী দিবসের আগে আয়োজিত এক অনুষ্ঠানে অনুরাগ কাশ্যপকে জিজ্ঞেস করা হয়, সাম্প্রতিক বছরগুলোয় নারীবাদী ছবির উত্থান সম্পর্কে। উত্তর দিতে গিয়ে নিজের ক্ষোভ উগরে দেন ‘দেব-ডি’ খ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপ।
তিনি বলেন, ‘যে নির্মাতাদের নারীবাদী, সমাজবাদী ও বিপ্লবী বলে মনে হচ্ছে, আসলে তাদের ৯০ শতাংশই প্রতারক। তারা সবাই ভান করছেন। কারণ, তারা যা করছেন, তা হলো একে অপরকে টেনে নামানো এবং একে অপরের নামে ভুল বলা।’
তথাকথিত বুদ্ধিমান মানুষ ও বোকাদের মধ্যে পার্থক্য কী?—তা জানতে চাইলে তিনি বলেন, ‘বোকারা ঐক্যবদ্ধ। আর বুদ্ধিমান লোকেরা একে অপরকে টেনে নামাতে ব্যস্ত।’
তার এ ধরনের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন তারকারাসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।