English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

নারীদের জন্য ভালো চরিত্র নেই: কঙ্কনা

- Advertisements -

গোটা ক্যারিয়ারে চরিত্রের গভীরতাকেই প্রাধান্য দিয়েছেন ভারতীয় অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। যার ফলে তার ঝুলিতে যোগ হয়েছে ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’, ‘লাইফ ইন আ মেট্রো’, ‘ওমকারা’, ‘গয়নার বাক্স’, ‘তালভার’র মতো নন্দিত সিনেমা। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কঙ্কনার নতুন সিরিজ ‘কিলার স্যুপ’। এটিও পাচ্ছে ভূয়সী প্রশংসা।

এর সূত্র ধরেই হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলেছেন কঙ্কনা। তার কাছে জানতে চাওয়া হয়, বর্তমান সময়ে ছবি বা সিরিজে নারীদের গুরুত্ব বাড়ছে কিনা? জবাবে তিনি বলেন, ‘হয়ত। আমি তো সব ওটিটি ছবি, সিরিজ দেখি না। তবে সাম্প্রতিক সময়ে যেসব ছবি বক্স অফিসে ভালো করেছে, সেগুলোতে কোনও গুরুত্বপূর্ণ নারী চরিত্র নেই। আমি হয়ত ভুল, তবে এই মুহূর্তে বড় পর্দায় নারীদের জন্য ভালো চরিত্র নেই।’

ওটিটির উত্থান নিয়ে কঙ্কনা ভীষণ খুশি। তিনি জানান, ভারতে ওটিটি আসার আগে থেকেই তিনি বিদেশি সিরিজ দেখতেন নিয়মিত। তার মনে হয়, ওটিটির কাজ নিয়ে সেন্সরের যে প্রশ্ন ওঠে, সেটা পুরোপুরি ঠিক না। কারণ অধিকাংশ নির্মাতা-শিল্পী এখন কাজের ক্ষেত্রে বেশ সচেতন।

কঙ্কনা বললেন, ‘প্রতিটা মানুষই তার কাজ নিয়ে খুব সচেতন। কখন কার নামে একটা মামলা হয়ে যাবে, কে জানে! ফলে সেলফ সেন্সরশিপ হচ্ছে, যেটা এক দশক আগেও ছিল না। অবশ্য আমার মনে হয়, সেন্সরশিপ হচ্ছে মূলত ধর্মীয় আবেগ যাতে আঘাতপ্রাপ্ত না হয়।

নারী বিদ্বেষের বিষয়ে তেমন গুরুত্ব দেওয়া হয় না। নারীর ওপর সহিংসতা দেখানো হয়, কিন্তু দুঃখজনক হলো, এক্ষেত্রে সেন্সরশিপ নেই। ধর্মীয় ইস্যুতে অনেক রক্ষণশীলতা চলে আসে। সুতরাং আমাদের অবশ্যই বিষয়টি নিয়ে ভাবতে হবে।’

উল্লেখ্য, ‘কিলার স্যুপ’ সিরিজটি নির্মাণ করেছেন অভিষেক চৌবে। এতে কঙ্কনার সঙ্গে আছেন নন্দিত অভিনেতা মনোজ বাজপেয়ী। গত ১১ জানুয়ারি মুক্তি পেয়েছে ৮ পর্বের সিরিজটি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন