English

16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

নায়িকা হানিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন গায়ক বাদশা

- Advertisements -

ভারতের জনপ্রিয় র‌্যাপার বাদশা। গান দিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি। ২০০০ সালে তার প্রথম সংসার ভেঙে যাওয়ার পর শোবিজের অনেকের সঙ্গে নাম জড়িয়েছে। এবার পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে নাকি প্রেম করছেন বাদশা বলে গুঞ্জন উঠেছে।

এদিকে কয়েক দিন আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ছিল বাদশার কনসার্ট। সেখানে হানিয়া আমিরকে জড়িয়ে ধরতে দেখা যায় বাদশাকে। সেই মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তারপর বাদশা-হানিয়ার প্রেমের চর্চা নতুন করে শুরু হয়। এ পরিস্থিতিতে পাকিস্তানি নায়িকার সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে মুখ খুললেন বাদশা।

আজতাক-কে দেওয়া সাক্ষাৎকারে হানিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে এ গায়ক বলেন, হানিয়া আমার খুব ভালো বন্ধু। আমাদের মাঝে সু-সম্পর্ক রয়েছে। দেখা হলে আমরা প্রচুর মজা করি, এ পর্যন্তই। হানিয়া তার জীবন নিয়ে সুখী, আমি আমারটা। আমাদের বোঝাপড়াটাও চমৎকার। কিন্তু মানুষ এটিকে প্রায়ই ভুলভাবে ব্যাখ্যা করে।

অন্যদিকে বাদশার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে গত মে মাসে একটি রেডিওতে সাক্ষাৎকার দেন হানিয়া আমির। এ আলাপচারিতায় তিনি বলেছিলেন, মাঝে মাঝে মনে হয়, আমার একটি সমস্যা, তা হলো আমি বিয়ে করিনি। আমি যদি বিয়ে করতাম, তবে এমন অনেক গুজব থেকে দূরে থাকতাম। এটি কেবল বাদশার সঙ্গেই না, যে কেউ হতে পারে, আমার পাশে অবিবাহিত কেউ থাকলেই এই গুঞ্জন চাউর হয়।

প্রসঙ্গত, জেসমিন নামে এক নারীর সঙ্গে ঘর বেঁধেছিলেন বাদশা। এ সংসারে জেসমিন গ্রেস মাসিহ সিং নামে এক কন্যাসন্তান রয়েছে তাদের। তবে খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি জেসমিন-বাদশার সংসার। ২০০০ সালে ভেঙে যায় সংসার।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন