নাসিম রুমি: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপাতি। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই ভার্সেটাইল অভিনেতা। এবার তার পুত্র সুরিয়া সেতুপাতি নায়ক হিসেবে বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, স্টান্ট ডিরেক্টর আনাল আরাসু নির্মাণ করছেন ‘ফিনিক্স’ শিরোনামে সিনেমা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বিজয় সেতুপাতির পুত্র সুরিয়া। শুক্রবার (২৪ নভেম্বর) চেন্নাইয়ে পূজা অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির যাত্রা শুরু করেন।
অ্যাকশন ঘরানার এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হবে আনাল আরাসুর। ব্রেভ ম্যান পিকচার্সের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন রাজলক্ষ্মী আরাসাকুমার।
২০১৫ সালে ‘নানুম রাওডি ধান’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন সুরিয়া সেতুপাতি। সিনেমাটিতে বাবা বিজয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সুরিয়া।
২০০৩ সালে দীর্ঘ দিনের প্রেমিক জেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় সেতুপাতি। এ সংসার আলো করে জন্ম নেয় পুত্র সুরিয়া ও কন্যা শ্রীজা।