বিয়েতে বেশ ভয় সুমাইয়া শিমুর। বয়স তার ৩৫ এর মতো। তবু বিয়ে করছেন না তিনি। কারণ অনেক বড় দায়িত্ব তাকে পালন করতে হচ্ছে। সংসারে একদিকে তার প্যারালাইজড মা অন্যদিকে ডায়বেটিকে আক্রান্ত বাবা। তার ওপর আছে কলেজ পড়ুয়া এক ভাই আর বোন। তাই বিয়ে নিয়ে তার ভাবনা নেই। ‘তিথির সারাবেলা’ শিরোনামের একটি নাটকে এভাবে দেখা যাবে এই অভিনেত্রীকে।
এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এছাড়া আরও আছেন রওনক হাসান ও শর্মিলী আহমেদ। আসাদুজ্জামান সোহাগের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল। এটি আগামীকাল রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হবে। নাটকটি প্রসঙ্গে শিমু বলেন, পারিবারিক গল্প দর্শক এই নাটকে পাবেন।
এ রকম ভালো গল্প ও চরিত্রে কাজ করতে চাই। এদিকে, এই অভিনেত্রী এখন আর আগের মতো অভিনয়ে নেই। একটা সময় পর্দায় নিয়মিত দেখা যেতো তাকে। অভিনয়ের বাইরে বর্তমানে তিনি ‘বেটার ফিউচার ফর ওমেন’- নামের একটি উন্নয়নমূলক প্রতিষ্ঠানের কর্ণধার। এটি নিয়েই তার বেশি ব্যস্ততা।