English

29 C
Dhaka
বুধবার, এপ্রিল ২, ২০২৫
- Advertisement -

নাতাশা এখন অতীত, নতুন প্রেমিকায় মজেছেন হার্দিক

- Advertisements -

হার্দিক পান্ডিয়ার জীবনে নাতাশা স্ট্যানকোভিচ এখন অতীত। এমনকি ছেলে অগস্ত্যও পারেনি বাবা-মায়ের ডিভোর্স ঠেকাতে। কিন্তু নাতাশার পর ইতিমধ্যেই হার্দিকের জীবনে হাজির নতুন প্রেমিকা।

গুঞ্জন শোনা যাচ্ছে, ব্রিটিশ গায়িকা ও টিভি ব্যক্তিত্ব জ্যাসমিন ওয়ালিয়ার সঙ্গে প্রেম করছেন হার্দিক। বিভিন্ন ক্ষেত্রে এই গায়িকাকে বেশ কয়েকবার হার্দিকের সমর্থনে গলা ফাটাতেও দেখা গিয়েছে। গতকাল রাতে মুম্বাই ইন্ডিয়ানস ও কেকেআর-এর ম্যাচ চলাকালীন জ্যাসমিনকেও হার্দিক এবং তার টিমের হয়ে উল্লাস করতে দেখা গেছে। পরে জয়ী দল মুম্বই ইন্ডিয়ানস টিমের বাসেও দেখা যায় জ্যাসমিনকে। সাধারণত ক্রিকেটারদের এই বাসে শুধুমাত্র টিমের সদস্য এবং তাদের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিদেরই বসার অনুমতি দেওয়া হয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসা একটি ভিডিওতে দেখা যায়, জ্যাসমিন ওয়ালিয়াকে মুম্বাই ইন্ডিয়ানসের ক্রিকেটার এবং তাদের ঘনিষ্ঠদের সঙ্গে বাসে উঠতে দেখা যায়। সে সময় তিনি একট লম্বা কালো পোশাক পরেছিলেন। জ্যাসমিন বাসে উঠে পিছনের সিটে বসেন।

প্রসঙ্গত স্ত্রী নাতাশার থেকে আলাদা হওয়ার পর থেকেই হার্দিকের সঙ্গে জ্যাসমিন ওয়ালিয়ার নাম জড়িয়ে যায়। পাকিস্তান-ইন্ডিয়া ম্যাচের সময়ও জ্যাসমিনকে স্টেডিয়ামে বসে ক্রিকেটার হার্দিকের জন্য গলা ফাটাতে দেখা গিয়েছে। গত বছর থেকেই দুজনের প্রেমের গুঞ্জন শোনা যেতে শুরু করে। ২০২৪-এ যখন একজন রেডিট ব্যবহারকারী হার্দিক এবং জ্যাসমিনের গ্রিসে ছুটি কাটানোর ছবির একটি কলাজ শেয়ার করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে ছবিগুলির মাধ্যমেই প্রমাণিত হয় যে দুজনে একই সময়ে একই জায়গায় ছুটি কাটাচ্ছেন। তবে, হার্দিককে এখনও জ্যাসমিনকে নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে শোনা যায়নি।

এর আগে হার্দিক ও নাতাশা প্রায় এক বছর ধরে আলাদা থাকছেন। তাদের বিচ্ছেদের খবরে একসময় চমকে গিয়েছিলেন অনুরাগীরা। আলাদা হওয়ার পর নাতাশা মূলত তাদের ছেলে অগস্ত্যকে বড় করছেন। তবে মাঝে মধ্যে অগস্ত্যকে তার বাবা হার্দিক ও তার পরিবারের সঙ্গেও দেখা যায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন