নাসিম রুমি: শোবিজের স্টাইলিশ ও দুর্দান্ত এক অভিনেতা শরীফুল রাজ। র্যাম্প ও ফ্যাশন ইন্ডাস্ট্রি জয় করার পর নিজস্ব প্রতিভা ও অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন দর্শকের মন। পরাণের পর তাঁকে সর্বশেষ ‘ওমর’ সিনেমাতে দেখা গেছে। এরপর হঠাৎ তার দেখা মিলল নির্মাতা সঞ্জয় সমাদ্দারের সিনেমা ‘ইনসাফ’-এ।
নয়া রূপে শরীফুল রাজকে দেখা যাবে। এই প্রথমবারের মত এ্যাকশন নায়ক চরিত্রে দেখা যাবে ‘ইনসাফ’ ছবিতে।
সিনেমার একটি স্টিল চিত্র প্রকাশ হয়েছে সম্প্রতি। স্থিরচিত্রটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয় এটি। সঞ্জয় সমাদ্দার গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদুল আজহায় মুক্তি পাবে ‘ইনসাফ’। এ সিনেমার দৃশ্যধারণের কাজও প্রায় শেষ দিকে।
মে মাসের প্রথম সপ্তাহ থেকে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তিনি। ইনসাফে শরীফুল রাজের সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ। এতে গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ণ করবেন মোশাররফ করিম। শোনা যাচ্ছে, নেতিবাচক চরিত্রে দেখা যাবে এ গুণী অভিনেতাকে।