নাসিম রুমি: এরইমধ্যে দক্ষিণী সিনেমায় দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী নয়নতারা। নিয়মিতই নদুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন প্রেক্ষাগৃহে। তবে ক্যারিয়ারের বয়স অনেক বছর পেরিয়ে গেলেও বলিউড সিনেমায় দেখা মেলেনি তারা। যা নিয়ে নয়নতারা ভক্তদের অপেক্ষা ছিল কবে বলিউড সিনেমায় দেখবেন প্রিয় নায়িকাকে।
এবার সেই প্রতীক্ষার পালাও শেষ হচ্ছে। বেশ চমক লাগিয়ে বলিউড পা রাখলেন তিনি। প্রথমবারের মতো শাহরুখ খানের হাত ধরে বলিউড যাত্রা শুরু করলেন নয়নতারা।
আজ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে এই জুটির আলোচিত সিনেমা ‘জওয়ান’। সিনেমাটি এরইমধ্যে অগ্রীম টিকেট বিক্রিতে রেকর্ড গড়েছে।
পাশাপাশি বক্স অফিস মাত করারও ইঙ্গিত দিচ্ছে। যাতে নয়নতারার বলিউড যাত্রা স্মরণীয় হবে বলে বলেই মনে করছেন সিনেবোদ্ধারা।
যদিও বলিউডে খানদের সঙ্গে পর্দা শেয়ার মানেই নায়িকাদের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট মনে করেন অনেকেই। তাই খানদের সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন তারা। তবে এই জায়গায় শুরুতে ব্যতিক্রম ছিলেন নয়নতারা।
জানা গেছে, কয়েক বছর আগে তাকে শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। তবে সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন! পরে তার জায়গায় দীপিকা অভিনয় করেন এবং সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলে।
ঠিক কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা কখনও স্পষ্ট করেননি। তবে দেরিতে হলেও শাহরুখের সঙ্গে রোমান্স করতে রাজি হয়েছেন তিনি।
দর্শকরাও অপেক্ষায় রয়েছেন তাদের একসঙ্গে দেখার। যার প্রমাণ শাহরুখের সফল সিনেমা ‘পাঠান’ এবং সম্প্রতি মুক্তি পাওয়া ‘গদর টু’র টিকেট বিক্রিকে পেছনে ফেলেছে।
নির্মাতা অ্যাটলি নির্মিত এই সিনেমাটিতে শাহরুখ-নয়নতারা ছাড়াও দক্ষিণী তারকা প্রিয়মণিসহ বলিউড ও দক্ষিণের জনপ্রিয় তারকারা অভিনয় করেছেন। এছাড়া একটি ক্যামিও চরিত্রে দেখা মিলবে দীপিকার।