English

23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

নব্বইয়ের দশকের শাফিনের জনপ্রিয় গান এবার তাশফীর কণ্ঠে

- Advertisements -
আবারও নতুন গান তৈরি করলেন শাফিন আহমেদ।  নতুন এই গানটির নাম ‘মগ্ন ছিলাম’। কবি মহাদেব সাহার কবিতা থেকে গানটির রচনা, সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি নিজেই। তবে গানটিতে কণ্ঠ দিয়েছেন তাশফী।
Advertisements

আসন্ন ঈদ উপলক্ষে প্রকাশ হচ্ছে এই নতুন গানটি। গানটি প্রথম রেকর্ড হয়েছিল নব্বইয়ের দশকের শেষের দিকে। শাফিন আহমেদ নিজেই গেয়েছিলেন গানটি।  সম্প্রতি ক্যান্ডি রেকর্ডিং স্টুডিওতে সম্পন্ন হয়েছে গানটির রেকর্ড।  গানটি মুক্তি পাচ্ছে ডাবল বেস প্রডাকশনস  থেকে।

শাফিনের গাওয়া গান তাশফী গাইছেন কেন? এমন প্রশ্নের জবাবে মঙ্গলবার দুপুরে শাফিন কালের কণ্ঠকে বলেন, ‘তাশফী বর্তমান সময়ের একজন পপ ঘরানার সম্ভাবনাময়ী গায়িকা। যদি আরেকটু পরিষ্কার করে বলি, তাহলে বলব ফুয়াদ যে কজন নিয়ে কাজ করেছে, তাদের মধ্যে ফ্রন্টলাইনের একজন তাশফী। যখন মেয়েটি আমাকে জানাল সে-ই গানটি করতে চায়, তখন আমি রাজি না হয়ে পারলাম না। সে আমার নাইন্টিজের গানের বেশ ভক্ত।’

শাফিন আহমেদ আরো বলেন,‘তাশফীর চমৎকার গায়কী আমার ভালো লাগে। সে মূলত ব্লুজ বা রিদম অ্যান্ড ব্লুজ ধাঁচের গায়। ওর গায়কী আমার ভীষণ পছন্দের। ফলে এই গানটা সবার ভালো লাগবে বলে আমার অনুমান।’

গানের কিবোর্ড বাজিয়েছেন সুমন কল্যাণ। গিটার বাজিয়েছেন সৈয়দ রেজা আলি। এ ছাড়া বেজ, অ্যাকুয়াস্টিকসহ অন্যান্য যন্ত্র শাফিন নিজেই বাজিয়েছেন। মিক্সড মাস্টারিংও তিনি নিজেই করেছেন।

আগামী শুক্রবার (২১ এপ্রিল) ইউটিউবে মুক্তি পাবে ‘মগ্ন ছিলাম’ নামের নতুন এই গানটি।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন