English

35 C
Dhaka
সোমবার, এপ্রিল ১৪, ২০২৫
- Advertisement -

নববর্ষে হানিফ সংকেতের বৈশাখী পাঁচফোড়ন

- Advertisements -

নাসিম রুমি: বাংলা নববর্ষ উপলক্ষ্যে বরেণ্য নির্মাতা হানিফ সংকেত তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের ব্যানারে প্রতিবছর একটি বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করেন। নাম ‘পাঁচফোড়ন’। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। দেশের বিভিন্ন তারকা শিল্পীরা বিভিন্ন আঙ্গিকে বিষয় ভিত্তিক এই অনুষ্ঠানের উপস্থাপনা করে থাকেন।

সেই ধারাবাহিকতায় এবারও নির্মিত হয়েছে বৈশাখের বিশেষ পাঁচফোড়ন। পহেলা বৈশাখ হচ্ছে লোকজের সঙ্গে নাগরিক জীবনের একটি সেতুবন্ধ। ব্যস্ত নগর কিংবা গ্রামীণ জীবন-সবখানেই এই নববর্ষ আমাদের জাতীয় জীবনে আনন্দের বার্তা বয়ে আনে। সেভাবেই সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

এবারের অনুষ্ঠানে দেখা যাবে এক দম্পতি পহেলা বৈশাখ নিয়ে তাদের স্মৃতির ঝাঁপি খুলে বসে। তাদের কথোপকথনের ফাঁকে ফাঁকে আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর রিপোর্টিং। এবারের পাঁচফোড়নে এই দম্পতি তথা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তারকাযুগল বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনার।

অনুষ্ঠানে বাংলা বর্ষবরণ নিয়ে ‘নবীনের ডাক এসো’ শিরোনামে একটি গান গেয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। আরেক জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই কণ্ঠ দিয়েছেন ‘পঞ্জিকাটা বদলে গেল’ শিরোনামের একটি গানে। এ গানটির কথা লিখেছেন গীতিকবি লিটন অধিকারী রিন্টু। দুটি গানেরই সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।

এছাড়া গাছের পাতা দিয়ে একটি গানের সুর তুলেছেন মোশাররফ হোসেন। গানগুলো শ্রোতা দর্শকদের আনন্দ দেবে বলে প্রযোজনা সূত্র জানিয়েছে।

অনুষ্ঠানে আমাদের দেশিয় বিভিন্ন ঐতিহ্যবাহী শাড়ি, বিশেষ করে বৈশাখের শাড়ি ও তাঁতের শাড়ি বিক্রির সবচেয়ে বড় হাট সিরাজগঞ্জের শাহজাদপুরের কাপড়ের হাটের উপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। কর্মহীন গৎবাঁধা জীবন থেকে বের হয়ে জীবনকে গল্প-গুজব, হাসি-আনন্দে ভরে তুলতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের কয়েকজন যুবক মিলে প্রতিষ্ঠা করেন একটি ব্যতিক্রমী ক্লাব ‘চাপালী যুব সংঘ’। এই ক্লাবের মাধ্যমে প্রবীণদের কর্মকান্ড নিয়ে রয়েছে আরেকটি প্রতিবেদন।

এছাড়া বৈশাখের উপর একাধিক ব্যঙ্গাত্মক এবং রসালো নাট্যাংশ রয়েছে। এগুলোতে উঠে এসেছে বাংলা নববর্ষের নানান রূপ। এসব নাট্যাংশ্যে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, আব্দুল আজিজ, কাজী আসাদ, মোহাম্মদ বারী, শাহেদ আলী, সুজাত শিমুল, আনোয়ার শাহী, আনোয়ারুল আলম সজল, নজরুল ইসলাম, সুর্বনা মজুমদার, জাহিদ শিকদার, জাহিদ চৌধুরী, মতিউর রহমান, বাহার, রতন খান, পুতুল, রেশমা, আলভীসহ আরো অনেকেই। অনুষ্ঠানটি ১৪ এপ্রিল (১লা বৈশাখ), রাত ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন