ঢাকাই সিনেমার ম্যাডাম ফুলি’খ্যাত অভিনেত্রী সিমলা। সবশেষ কাজ করেছেন ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমায়। যার শুটিং হয় ২০১৪ সালে আর সেন্সর জটিলতার কারণে মুক্তি পায় ২০২১ সালে। তাও আবার ‘প্রেমকাহন’ নামের ইউটিউবে। মাঝে অভিনয়ের বাইরে ব্যক্তিজীবন নিয়ে বেশ ক’বারই আলোচনায় এসেছেন এই নায়িকা।
কিন্তু এবার আর ব্যক্তিজীবন নিয়ে নয়, সিমলা হাজির হচ্ছেন কাজ দিয়ে। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় ‘দখিন দুয়ার’ সিনেমায় অভিনয় করবেন তিনি। ইতিমধ্যেই এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। আর পর্দায় নতুন রূপে পাওয়া যাবে তাকে- এমনটাই জানালেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।
তার ভাষ্য, ‘আমরা এরই মধ্যে ছবির শুটিং শুরু করেছি। ঘন কুয়াশার মধ্যেই কাজ হচ্ছে। ছবিতে বেশ কিছু চমক আছে। এখানে সিমলাকে ভিন্ন এক রূপে দেখবেন দর্শক। তার চরিত্রটি বেশ মজার।’
জানা গেছে, ‘দখিন দুয়ার’র গল্প দক্ষিণাঞ্চলের মানুষের দুর্দশা নিয়ে। বর্তমানে এর শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়িকা অধরা খানসহ অনেকে। আগামী ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবেন চিত্রনায়ক ফেরদৌস। আর সিমলার অংশের শুটিং শুরু হবে পরের লটে।