সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে তার নাতনির সঙ্গে দেখা গেছে। এই ভিডিও দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ মমতাজকে শ্রম ও মেধার জোরে শূন্য থেকে সাফল্যের চূড়ায় ওঠার উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ সমালোচনায় মুখর হয়েছেন।
অনেকেই তাকে ‘ভোটচোর’, ‘স্বৈরাচারের দোসর’ ও ‘পালিয়ে যাওয়া আপার সৈনিক’ বলে মন্তব্য করছেন। বিশেষ করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই তাকে প্রকাশ্যে দেখা যায়নি, তাই অনেকেই জানতে চাইছেন, মানিকগঞ্জ-সিংগাইর (মানিকগঞ্জ-২) আসনের এই সাবেক সংসদ সদস্য বর্তমানে কোথায় আছেন।
গ্রামবাসীর মতে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরশাসক হাসিনা দেশ ছাড়ার পর থেকেই মমতাজ বেগমের কোনো খোঁজ মিলছে না। কখনো শোনা যায়, তিনি দেশে আছেন, আবার কখনো খবর আসে যে, তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন।
শিল্পীর ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছে, বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। তবে কিছু বিশ্বস্ত সূত্রের দাবি, মমতাজ এখনো ঢাকাতেই আছেন এবং তার সাবেক এক স্বামীর মেয়ের বাসায় রয়েছেন।
উল্লেখ্য, মমতাজ বেগম ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন। এরপর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে পরাজিত হন।