সুফি-ফোক ডিভা হিসেবে খ্যাত এবং “চ্যানেল আই মিউজিক এওয়ার্ডস ২০২০” এর সেরা ফোক শিল্পী সায়েরা রেজার ‘দিওয়ানা মাস্তানা’ শিরোনামের একটি সুফি-রক গান প্রকাশ পেয়েছে নতুন বছর জানুয়ারীতে। হাবিব মোস্তফা’র কথা ও সুরে গানটির সঙ্গীত আয়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ। গানটির ভিডিও নির্মান করেছেন সুমন অনিল।
সায়েরা রেজা বলেন, হাবিব মোস্তফার গান আমি আগেও করেছি। বয়সে তরুন হলেও তার গান বেশ আধ্যাত্মিক চিন্তা ও মরমি আবেদনের।দিওয়ানা মাস্তানা গানের কথা সুফি ভাবনার কিন্তু সুরের গঠন রক ঘরাণার। গায়কীতে আমি তাই ইউনিক কিছু আনার চেষ্টা করেছি। শ্রোতাদের ভালাবাসার প্রতি আমার এই নিবেদন বছরের প্রথম উপহার হিসেবে প্রকাশ করেছি।
ধার ধারিনা, না না না তা হবে না, ওরে সোনা, আসাম যাবো সহ অসংখ্য সুপারহিট গানের শিল্পী সায়েরা রেজার অফিসিয়াল ইউটিউব চ্যানেল দসায়েরা রেজা মিউজিক লাউঞ্জ’ থেকে ভিডিও আকারে প্রকাশিত গানটি শ্রোতারা স্বাদরে গ্রহণ করেছে।