English

16 C
Dhaka
শনিবার, জানুয়ারি ৪, ২০২৫
- Advertisement -

নতুন বছরে নতুন রূপে ফিরছেন আল্লু অর্জুন

- Advertisements -

নাসিম রুমি: নতুন বছরে নতুন রূপে ফিরতে চলেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। সব দুঃখ-কষ্ট দূরে সরে আর সাফল্যকে পুঁজি করে নতুন রূপে আবির্ভূত হচ্ছেন তিনি।

পুরনো বছরকে বিদায় জানানোর আগে নতুন বছরের পরিকল্পনা অনেকেই অনেক রকমভাবে করে থাকেন। কিন্তু বিগত বছরে যা যা অভাব রয়ে গেছে, তা পূরণ করা সম্ভব হয়নি, যা দীর্ঘদিন স্বপ্ন দেখে এসেছেন। নতুন বছরে নেতিবাচকতা সরিয়ে ইতিবাচকতার পাল্লা ভারি করতে চান। খুব কম সংখ্যক মানুষ সেসব পূরণ করতে পারেন। অধিকাংশই তার পরের বছরের জন্য নেওয়া প্রতিজ্ঞা তুলে রাখেন। আল্লু অর্জুনও সে রকমই একটি প্রতিজ্ঞা করেছিলেন ডিসেম্বরের শুরুতে। ‘পুষ্পা ২’ মুক্তির পরেই।

কী সেই প্রতিজ্ঞা? পর্দার ‘পুষ্পা’ জানিয়েছিলেন— ছবির কারণে মুখ দাড়িগোঁফের জঙ্গল, যা তার কন্যা আরহার অতি অপছন্দ। আর অপছন্দ বলেই বাবার কাছে নাকি একদমই ঘেঁষছিল না সে! ছবিমুক্তির পর সে কথা জানিয়ে অভিনেতা বলেছিলেন—দাড়িগোঁফের থেকে আপাতত ছুটি। এবার এগুলো কেটে ফেলতে হবে। নইলে মেয়ে কাছে আসছে না। বছর শেষে দেওয়া কথা নাকি রাখছেন তিনি। পাঁচ বছর ধরে যত্নে লালিত দাড়িগোঁফ পরিষ্কার করে কেটে ঝকঝকে হয়ে ফিরতে চলেছেন আল্লু অর্জুন।

এ কথা ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে উত্তেজনা তৈরি হয়েছে। নতুন লুকে কেমন লাগবে অভিনেতাকে? আপাতত সেই আলোচনাতেই নেটিজেনরা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

এবার বলিউডে শ্রীলীলা

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন