English

15 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

নতুন বছরে তিশমার ১৮তম অ্যালবাম

- Advertisements -

প্রতি বছরের শেষের দিনটিতে একক অ্যালবাম নিয়ে হাজির হন পপ তারকা তিশমা। তারই ধারাবাহিকতায় এবার নতুন বছর উপলক্ষে থার্টিফার্স্ট নাইটে নিজের একক অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। তার এই অ্যালবামের নাম ‘একস একস’। এ অ্যালবামের রয়েছে ১০টি গান। বরাবরের মতো সব গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তিশমা নিজে।

গত এক দশকের ধারাবাহিকতায় তিশমা এবারের অ্যালবামটিও প্রকাশ করেছেন অনলাইনে। অ্যালবামের উল্লেখযোগ্য গান হলো- একস একস, অনলি লাভ উইল উইন দ্য ওয়ার, মেক ইউর চয়েস, অলঅয়ের ইন ইউর হার্ট, মাই জেনারেশন, নো টাইম ফর গুডবাই, আই গট মি।

গানগুলো রক, অ্যাকুস্টিক, মেলো, র‌্যাপ, ক্লাসিক্যালসহ বিভিন্ন ঘরানার। তিশমা বলেন, এটি আমার ১৮তম একক অ্যালবাম। আর আমার কম্পোজিশন করা ১০ম অ্যালবাম।

বেশ সময় নিয়ে এর কাজ করার চেষ্টা করেছি। গানগুলো শুনলেই বুঝবেন সবাই। এরমধ্যে ‘অনলি লাভ উইল উইন দ্য ওয়ার’ গানটি জলবায়ু পরিবর্তন নিয়ে করা।
ছোটবেলা থেকে এখন পর্যন্ত এ বিষয়টি আমার কাছে অতি গুরুত্বপূর্ণ। তাই এবার গানে গানে বিষয়টি নিয়ে বলার চেষ্টা করেছি। আমার বিশ্বাস অ্যালবামের প্রতিটি গানই শ্রোতাদের ভালো লাগবে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন