প্রতি বছরের শেষের দিনটিতে একক অ্যালবাম নিয়ে হাজির হন পপ তারকা তিশমা। তারই ধারাবাহিকতায় এবার নতুন বছর উপলক্ষে থার্টিফার্স্ট নাইটে নিজের একক অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। তার এই অ্যালবামের নাম ‘একস একস’। এ অ্যালবামের রয়েছে ১০টি গান। বরাবরের মতো সব গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তিশমা নিজে।
গত এক দশকের ধারাবাহিকতায় তিশমা এবারের অ্যালবামটিও প্রকাশ করেছেন অনলাইনে। অ্যালবামের উল্লেখযোগ্য গান হলো- একস একস, অনলি লাভ উইল উইন দ্য ওয়ার, মেক ইউর চয়েস, অলঅয়ের ইন ইউর হার্ট, মাই জেনারেশন, নো টাইম ফর গুডবাই, আই গট মি।
গানগুলো রক, অ্যাকুস্টিক, মেলো, র্যাপ, ক্লাসিক্যালসহ বিভিন্ন ঘরানার। তিশমা বলেন, এটি আমার ১৮তম একক অ্যালবাম। আর আমার কম্পোজিশন করা ১০ম অ্যালবাম।