নাসিম রুমি: টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ঘিরে আলোচনা সমালোচনা চলতেই থাকে। সমালোচকদের কথায়- এক সম্পর্কে খুব বেশিদিন থিতু হতে পারেন না নায়িকা। শোনা যাচ্ছে নতুন প্রেমে পড়েছেন শ্রাবন্তী।
অবশ্য সমালোচ্যদের কথায়ও যুক্তি আছে। এইতো কিছুদিন আগে জিম ট্রেনারকে অভিনেত্রী মন দিয়েছেন বলে শোনা গিয়েছিল। এখন আবার শোনা যাচ্ছে- নিজের নতুন ছবির পরিচালকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই টালিউড অভিনেত্রী সম্প্রতি বিভিন্ন কফি শপ কিংবা অ্যাওয়ার্ড শোতে প্রায়ই একসঙ্গে দেখা যায় শ্রাবন্তী ও তার নতুন ছবি ‘দেবী চৌধুরানী’র পরিচালক শুভ্রজিৎ মিত্রকে। এ নিয়ে ইন্ডাস্ট্রির ভেতরে ফিসফাস চলছে।
অবশ্য পরিচালকের ঘনিষ্ঠ এক সূত্র বলছে, তাদের দুজনের মধ্যে এরকম কোনো ব্যাপার নেই। পুরোটাই প্রফেশনাল সম্পর্ক তাদের মাঝে। কাজের প্রয়োজনে সৌজন্য সাক্ষাৎ।
জানা গেছে, টালিউড ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে ‘দেবী চৌধুরানী’। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন শ্রাবন্তী। ভবানী পাঠক চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।
এদিকে তৃতীয় স্বামী রোশন সিংয়ের বিরুদ্ধে শ্রাবন্তীর আনা খোরপোশের মামলায় আপাতত স্থগিতাদেশ দিয়েছে আদালত।