নাসিম রুমি: সাম্প্রতিক সময়ে ‘তুফান’ ছবিতে হাবিব ওয়াহিদের গাওয়া ‘ফেঁসে যাই’ শিরোনামের গানটি বেশ প্রশংসিত হয়েছে। এই প্রথম অন্যের সুরে সিনেমায় গান গেয়েছেন। তবে হাবিবের গায়কী ও পর্দায় শাকিব খান-নাবিলার রোমান্স-সব মিলিয়ে দর্শক বুঁদ হয়েছে এ গানে।
এদিকে এবার আরও একটি নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এ জনপ্রিয় শিল্পী, সংগীত পরিচালক। গানের শিরোনাম ‘তোমার মন জানে’। এর কথা লিখেছেন মীর শরিফুল করিম শ্রাবণ। আর সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ। দ্রুতই শিল্পীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি।
এদিকে সবশেষ ‘কখনো ভাবিনি’ শিরোনামের গান প্রকাশ করেছিলেন হাবিব, তাও মাস খানেক আগে। এবার নতুন গানটি প্রসঙ্গে এ তারকা বলেন, গানটির কথা-সুর ও সংগীত একটু আলাদা।
তবে বরাবরের মতো আমার স্টাইলেই গানটি করা। আমার বিশ্বাস সবার ভালো লাগবে। ‘ফেঁসে যাই’ নিয়ে হাবিব বলেন, সিনেমার গান অনেক দিন পর করলাম। ‘তুফান’ খুব ভালো একটি সিনেমা। এ সিনেমার গানটি থেকে দারুণ সাড়া পেয়েছি দর্শকদের।