জনপ্রিয় সংগীতশিল্পী এসডি রুবেল। এবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি।
অনিরুধ আর শুভর সংগীতায়োজনে তরুণ গীতিকার রাসেল ইব্রাহীমের কথায় ‘আমার একটা তুমি ছিল’- শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
সুর করেছেন শিল্পী নিজেই। এসডি রুবেল বলেন, রাসেল ইব্রাহীম নতুন একজন গীতিকার। গানের কথা ভালো হয়েছে। প্রত্যাশা করি, এই গানটি সবার ভালো লাগবে।