নাসিম রুমি: চলতি সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমার পাশাপাশি কাজ করেছেন ওয়েব ফিল্মেও। সবশেষ এই অভিনেত্রীকে দেখা ‘জ্বীন’ সিনেমায়। ভৌতিক গল্পের এই সিনেমার তার সহশিল্পী সজল ও রোশান। যা মুক্তি পায় গত রোজার ঈদে। এবার পূজার ভক্তদের জন্য এল নতুন খবর।
‘নাকফুল’র পর ‘লিপস্টিক’ সিনেমাতেও আদর আজাদের সঙ্গে জুটি বাঁধছেন পূজা। গেল রোববার এতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। গল্প ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। তবে এখনই সিনেমার গল্প বা চরিত্র নিয়ে খোলাসা করে কিছু জানতে চাচ্ছেন না এই চিত্রনায়িকা। প্রযোজনা প্রতিষ্ঠানের নামটিও বলতে নারাজ পূজা।
পূজা ভাষ্য, ‘এর মাঝে অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। ওভাবে ঠিক কোনোটাই আমাকে টানেনি। “লিপস্টিক” মনে হয়েছে আমার গল্প! আমাকে নতুনভাবে দেখবে দর্শক।’
তিনি জানান, আগামী ২০ জুলাই থেকে শুরু হবে ‘লিপস্টিক’র শুটিং। কাজ হবে ঢাকা ও ঢাকার বাইরে। আর আদরের সঙ্গে কাজটি করা নিয়েও বেশ আশাবাদী পূজা।