যৌতুক, নির্যাতন ও ডিজিটাল নিরাপত্তা আইনে স্বামী হিশাম চিশতীর বিরুদ্ধে গত বছর শেষ দিকে মামলা করেন চিত্রনায়িকা তমা মির্জা। অন্যদিকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে এই নায়িকার বিরুদ্ধেও মামলা করেন হিশাম। দুটো মামলাই চলমান। সম্প্রতি হিশাম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তমাকে নানাভাবে হুমকি দিচ্ছেন। বিষয়টি নিয়ে রীতিমতো বিরক্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা।
তিনি বলেন, ‘দীর্ঘ এই ক্যারিয়ারে মানুষের কাছে একটা ভালো ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু আমার তথাকথিত স্বামী সেই ইমেজ নষ্ট করে দিয়েছে। যদিও বিষয়টি একান্ত ব্যক্তিগত। তবে এটি নিয়ে শোবিজ পাড়ায় যেভাবে কথা হচ্ছে, মনে হয় অন্যদের ব্যক্তিগত বিষয় বলে কিছুই নেই। শুধু শোবিজ নয়, অন্য পেশার মানুষদেরও ব্যক্তিগত বিষয় নেই। তারা কোনো সমস্যায় পড়ে না। এই কদিনেই তাই বুঝলাম।’
সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘প্রতিটি মানুষেরই খারাপ কিছু সময় আসে। আর সেসময়েই বোঝা যায় কে আপন, কে পর। আমার বর্তমান সময়টাও খারাপ যাচ্ছে। তাই এতো কিছু হচ্ছে। আমি আমার মতো করে এগিয়ে যাচ্ছি। সময়টা কেটে যাবে। তবে এই সময় কিছু মানুষকে চিনতে পারবো।’
সকল ঝামেলার মধ্যেও তমা এগিয়ে যাচ্ছেন নিজের মতো করে। মনোযোগ দিয়েছেন কাজে। সম্প্রতি প্রযোজকের খাতায় নাম লিখেছেন এই চিত্রনায়িকা। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘মির্জা ক্রিয়েশনস’। এ থেকে নাটক বানানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে তমা বলেন, ‘জীবনের সব নেতিবাচক বিষয়গুলোকে মাথা থেকে ঝেড়ে ফেলতে চাই। নতুন করে জীবন সাজাতে চাই। আর অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চাই। চলতি মাসে তৌকির ভাইয়ার (তৌকির আহমেদ) পরিচালনায় আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটি নাটক নির্মাণ করা হবে। এটি প্রচার হবে ঈদে। “মির্জা ক্রিয়েশনস” থেকে সামনে আরও অনেক কাজ হবে।’
এছাড়াও কিছুদিন আগে, বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নারীকেন্দ্রিক ওয়েব ফিল্ম ‘আনন্দী’তে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তার বিপরীতে থাকছেন রোশান। খুব শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানান তমা মির্জা।