চলতি প্রজন্মের অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ‘মহানগর’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন। এবার নতুন নতুন ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। নাম ‘পুষ্পা’।
তিনি বলেন, নতুন ওয়েব সিরিজ ‘পুষ্পা’র কাজ শুরু করলাম। ফেসবুকে খবরটি জানানোর পাশাপাশি শুটিং সেট থেকে কয়েক মিনিটের ভিডিও পোস্ট করেছেন তিনি।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখেন এই অভিনেত্রী। গত বছর শুরুটা করেছিলেন উপস্থাপনা দিয়ে। এরপর ধীরে ধীরে অভিনয়ে ব্যস্ত হন তিনি।
তার অভিনীত সম্প্রতি ‘কিশোর গ্যাং’ নামে একটা ওয়েব সিরিজও মুক্তি পায়।