ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা পরিচালনায় নেমেছেন। সরকারি অনুদানের ‘ফিরে দেখা’ সিনেমাটি পরিচালনা করছেন তিনি। ছবিটিতে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয়ও করছেন এই তারকা।
সম্পতি এই ছবির একটি গানের দৃশ্য ধারণ করা হয়। গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটির সুর ও ফূগীত করেছেন জাবেদ আহমেদ কিসলু। গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও মোমিন বিশ্বাস।
আর গানটির সঙ্গে ঠোঁট মিলিয়েছেন এই তারকা জুটি। রোজিনা বলেন, ‘অনেক দিন ধরেই পরিকল্পনা ছিল ছবি পরিচালনা করব। অবশেষে মাঠে নামলাম। ভালো তো লাগছেই। ভালো লাগাটা বেড়েছে নিজ জেলা দিয়েই ছবির শুটিং করতে পেরে। ছবির গল্পটাই এখানকার। সে জন্যই রাজবাড়ীকেই বেছে নিয়েছি। দারুণ সব লোকেশনে চলছে দৃশ্যায়ন। সবাই মিলে মজা করে কাজটি করছি।