English

19 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
- Advertisement -

ধর্ষণ প্রতিবাদে আসছে ‘রংবাজি দ্য লাফাঙ্গা’

- Advertisements -

ধর্ষণ ও খুনের মতো দেশে চলমান নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ মুক্তি পাচ্ছে সিনেমা ‘রংবাজি দ্য লাফাঙ্গা’। আগামী ১৩ নভেম্বর দেশব্যাপী বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাবে এই সিনেমাটি। কমল সরকারের কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় এতে ত্রিভুজ প্রেমের গল্পে অভিনয় করেছেন নবাগত ইউসুফ রনি, বিন্দিয়া ও অরিন। প্রিন্স মাল্টিমিডিয়া প্রযোজিত ও পরিবেশিত ‘রংবাজি দ্য লাফাঙ্গা’ ছবিতে আরো অভিনয় করেছেন অমিত হাসান, কাজী হায়াৎ, সুব্রত, কোবরা, নাসরিন, জ্যোতি, শামীম খান, গুলজার খান প্রমুখ।
ছবিটি প্রসঙ্গে নির্মাতা কমল সরকার বলেন, ‘আমি অনেক দিন পরে আবার ছবি নির্মাণ শুরু করেছি একটি ভালো লাগার গল্প দর্শককে উপহার দিতে। সেই সাথে নবাগত নায়ক ইউসুফ রনি ও নায়িকা বিন্দিয়াকে নিয়ে একটি নতুন জুটিও তৈরি করেছি। আমার দৃষ্টিতে তারা পর্দায় ভালো অভিনয় করেছেন। তবে বাকিটা দর্শক ছবিটি দেখে বলবেন।’ কমল সরকাল বলেন, ‘দেশে ধর্ষণ ও খুনের ঘটনায় এখন এক অস্থির পরিবেশের তৈরি হয়েছে। আমার ছবিতে আমি ধর্ষণ ও খুনের মতো নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এই ছবির মাধ্যমে আমি এসবের প্রতিবাদ করছি।’
নবাগত নায়ক ইউসুফ রনি বলেন, ‘নায়ক হিসেবে রংবাজি দ্য লাফাঙ্গা আমার প্রথম অভিনীত ছবি। আমি চেষ্টা করেছি আমার সর্বশেষ প্রতিভা দিয়ে অভিনয় করার। কতটুকু কি করতে পেরেছি সেই বিচারের দায়িত্ব আমার দর্শকের হাতে রইলো। তারাই আমার ছবিটি দেখে আমার অভিনয়ের নম্বর দিবেন। তবে আমার অভিনয়ের পাশাপাশি ছবির গল্পে সামাজিক মেসেজ ও বিনোদন দেয়া হয়েছে সাধ্যমতো। আশা করছি, দর্শক সিনেমা হলে ঢুকলে একনাগাড়ে ছবি না দেখে বের হতে পারবেন না।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন