নাসিম রুমি: শাকিব খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করা প্রযোজক রহমত উল্লাহ দেশ ছেড়েছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া অবস্থান করছেন বলে নিজেই জানিয়েছেন। তবে তিনি পালিয়ে যাননি দাবি করে শাকিবের বিরুদ্ধে প্রমাণ নিয়ে দ্রুত দেশে ফিরবেন বলে জানিয়েছেন।
অস্ট্রেলিয়া রহমত উল্লাহ গণমাধ্যমকে জানান, ‘শাকিব বলছে, আমি ভুয়া প্রযোজক- এটা হাস্যকর। আর আমি তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছি তার পুরোটা ঠিক। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলছি। আমি কিছুদিনের মধ্যেই আইনিভাবে লড়তে বাংলাদেশে আসছি। অল্প কিছুদিন আপনারা অপেক্ষা করেন। আমার এখানে (অস্ট্রেলিয়া) কাজ ছিলো বলেই দ্রুত চলে এসেছি।’
এই প্রযোজক বলেন, ‘আমার হাতে সময় কম ছিলো। অস্ট্রেলিয়ায় আমার অনেক কাজ আছে। বিষয়টি আমি শাকিব খান এবং চলচ্চিত্রের বিভিন্ন সমিতিগুলোর কাছেও বলেছি। কারো ভয়ে আমি দেশ ত্যাগ করিনি।
তাছাড়া বিষয়টি সমাধানের জন্য শাকিব খানই আমার সঙ্গে বসেছিলেন। কিন্তু পারেননি। আমি আমার কাজের জন্যই অস্ট্রেলিয়ায় এসেছি, কারও ভয়ে নয়। আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো আপনাদের সঙ্গে সকল প্রমাণ নিয়ে আবার দেখা হবে আমার। কারণ, এবার লড়াই হবে আইনিভাবে।’