পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে ঘিরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভালোবাসার গল্পের দুটি সিনেমা। এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত সিনেমা ‘জলে জ্বলে তারা’ এবং ভালোবাসার গল্প নিয়ে নির্মিত রাজ রিপার সিনেমা ‘ময়না’ মুক্তি পেয়েছে আজ। সিনেমা দুটি দেশের ১১ ও ১৬ টি প্রেক্ষাগৃহে চলছে।
দুই সিনেমা-ই নারীপ্রধান গল্পে নির্মিত। ইফফাত আরেফিন তন্বীর লেখা গল্পে ‘জলে জ্বলে তারা’ সিনেমাটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। সরকারি অনুদানে পরিচালিত সিনেমাটিতে মিথিলাকে সার্কাসকন্যা চরিত্রে দেখা যায়।
জানা যায়, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি মল, সনি স্কয়ার, ও চট্টগ্রামের বালি আর্কেডে দেখানো হচ্ছে ‘জলে জ্বলে তারা’।
এছাড়াও, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমা, দিয়াবাড়ীর ম্যাজিক মুভি থিয়েটার, রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ, বগুড়ার মধুবন ও শ্রীপুরের চন্দ্রিমা সিনেমা হলে দেখা যাচ্ছে সিনেমাটি।
সিনেমাটি সরকারি অনুদান পেয়েছিল ২০২০-২১ অর্থবছরে; এবং ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জে এর শুটিং হয়।
সিনেমার অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠুসহ অনেকে।
এদিকে, ‘ময়না’ সিনেমাটি ঢাকার লায়ন সিনেমা, শ্যামলী সিনেমা, আনন্দ সিনেমা, বিজিবি সিনেমা, সৈনিক ক্লাব, আজাদ সিনেমা, বর্ষা সিনেমায় প্রদর্শিত হচ্ছে।
এছাড়াও ঢাকার বাইরে নারায়ণগঞ্জের নিউজ মেট্রো, বগুড়ার মম ইন, কুষ্টিয়ার স্বপ্ন সিনেপ্লেক্স, নাগরপুরের রাজিয়া সিনেমা, মধুপুরের মাধবী সিনেমা, ময়মনসিংহের ছায়াবাণী, সিলেটের নন্দিতা সিনেমা, কাঁচপুরের চাঁদ মহল সিনেমা, ফরিদপুরের বনলতা সিনেমা এ সিনেমাটি মুক্তি পেয়েছে।
এই সিনেমার মাধ্যমে প্রধান চরিত্রে অভিষেক হয়েছে অভিনেত্রী রাজ রিপার। এতে তার বিপরীতে আছেন আরও চার অভিনেতা। তারা হলেন- আমান রেজা, কায়েজ আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানী।