English

19 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

দেশের চোর-ডাকাতদের কলিজা বড়: আফজাল হোসেন

- Advertisements -

দেশের গুণী অভিনেতা আফজাল হোসেন। অভিনয়ের পাশাপাশি নির্মাতা ও চিত্রশিল্পী হিসেবেও বেশ প্রশংসিত। যুক্ত আছেন লেখালেখিতেও। প্রায় সময়ই তার লেখায় উঠে আসে নানা ইস্যু। তারই ধারাবাহিকতায় আজ সোমবার ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেছেন বরেণ্য এই অভিনেতা। এবার তার লেখায় উঠে এল দেশে অন্যয় ও চোর-ডাকাতদের প্রসঙ্গ।

আফজাল হোসেনের কথায়, ‘দেশ অনেক বদলে গেছে। বদলে গেছে বহু মানুষও। একটু ভালো জীবনের আশায় শত চেষ্টা করেও কোটি কোটি মানুষের ভাগ্য বা কপাল বদলায়নি, বদলেছে কপালের খানিকটা উপরের দিক। হয় কপালে পড়েছে ভাঁজ অথবা মাথার চুল হতাশার ঠ্যালা-গুঁতোয় হয়েছে উধাও।’

তিনি আরও লিখেছেন, ‘কষ্টের জীবন নিয়ে মানুষের অতো ক্ষোভ অশান্তি ছিল না- ক্ষোভ আর অশান্তি মন্দ মানুষদের নিয়ে, যাদের চাওয়া অশেষ পাওয়ারও শেষ নেই। ঘোরতর অন্যায় তারা হাসতে হাসতে করতে পারে। অথচ যারা সাধারণ- অন্যায়ের দিকে এক পা বাড়াতে কেঁপে মরে। ভাবে, অন্যায় যদি করি- দেশের আইন গলা চেপে ধরবে আবার উপরঅলাও শেষবিচারের দিন এক চুলও ছাড় দেবেন না।’

দেশের বিভিন্ন বিষয়ের প্রতি ইঙ্গিত করে আফজাল হোসেন লিখেছেন, ‘দেশের চোর-ডাকাতগুলোর কলিজা বড়। তারা দেশের আইন বা আল্লাহ- কিছুরই ভয় করে না। ভাবে, আমি আমরা সবাইকে তুষ্ট করেই যা করার করছি। অন্যায়কারী অন্যায় একা করে না, অনেককে দিয়ে থুয়েই করে- সেটাই তাদের সাহস ও শক্তি জোগায়। এমনকি এমন তাদের দুঃসাহস, মনে করে থাকে, টাকা কামাতে পারলে আল্লাহকেও ম্যানেজ করা কঠিন হবে না।’

দীর্ঘ পোস্টে তিনি আরও লিখেছেন, ‘মাথায় টুপি চড়িয়ে উপর আর পিছনে ছবি ঝুলিয়ে নিচে সন্তুষ্ট করার চেষ্টা অনেক দেখা যায়। এরকম একজনকে তো বলতেই শুনেছে সবাই- এইভাবে যা আয় করেছি, ব্যায় করেছি আল্লাহর পথে। যখন বলেছে একথা, চেহারাতে একটুও ভয়ডর দেখা যায়নি। ভালো মানুষেরা দীর্ঘশ্বাস ফেলে- আমাদের ভয়ডর এত কেনো!’

সবশেষে বরেণ্য এই অভিনেতা লিখেছেন, ‘চোর-ডাকাত লুটেরারা সংখ্যায় বাড়তে বাড়তে নিকট পর্যন্ত এসে গেছে- সেই তাপে কারও কারও মনে হয়, সবাই করছে যখন এক অধটু নিজে করলে অসুবিধা কি! ওই ভাবা পর্যন্তই। ঠকতে ঠকতে জীবন তলানিতে পৌঁছেছে তবু একদল মানুষ ভালো হয়ে থাকবার বাসনাটা টিকিয়ে রাখে। সে চেষ্টা কি সমাদর পায়? পায় না। যত আইন তাদেরই নাকের ডগায় সাপের জিহ্বার মতো লকলক করে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন